কেন শূন্যের গেরোয় আটকে CPM? বঙ্গে ভরাডুবির জন্য দায়ি কী সোশ্যাল মিডিয়া নির্ভরতা?

এছাড়াও জানা গিয়েছে, পার্টির সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, কিন্তু রাজনীতির মাঠে কেন শূন্যই, বাম নেতৃত্বের একাংশ এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বঙ্গে ভরাডুবির জন্য দায়ি কী সোশ্যাল মিডিয়া নির্ভরতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে কেন পার হওয়া গেল না শূন্যের গেরো? এ নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে ১৯ ও ২০ জুন সিপিএমের রাজ্য কমিটির বৈঠক বসেছিল। সেখানে উঠে এসেছিল এই প্রশ্ন। এছাড়াও জানা গিয়েছে, পার্টির সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, কিন্তু রাজনীতির মাঠে কেন শূন্যই, বাম নেতৃত্বের একাংশ এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রের খবর, শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন সেলিম, রামচন্দ্র ডোম, সূর্যকান্ত মিশ্র, দীপ্সিতা ধর, সায়রা শাহ হালিম, প্রতীক-উর রহমান ছাড়াও বাকি সব প্রার্থীই ও। মূলত প্রার্থীদের অভি়জ্ঞতা শোনার জন্যই ডেকেছিল সিপিএম। সেখানে প্রায় সকলেই স্বীকার করেন গ্রাউন্ড লেভেল সংগঠনের বেহাল দশার কথা।

এছাড়াও জানা গিয়েছে, সিপিএমের জেলার সংরক্ষণশীল এক নেতা সর্বসমক্ষে বলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দাঁড় করালে রাজনৈতিক লড়াই করা যায় না। তবে অন্য জেলার নেতৃত্ব তরুণ প্রার্থীদের প্রশংসা করেছেন। সিপিএম সূত্রে খবর, ঘণ্টা দুই-আড়াই বৈঠকে দলীয় নেতৃত্বদের সামাজিক কাজে আরও যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen