Donald Trump: ভারতের ওপর কেন এত “বিরক্ত” ট্রাম্প?

প্রচুর এনার্জি আমদানি করা দেশ হিসেবে ভারতকে সবচেয়ে সস্তা তেল কিনতে হয়, যাতে দরিদ্র ভারতীয়দের ক্রমবর্ধমান জ্বালানি খরচ থেকে রক্ষা করা যায়।

August 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৬: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও (Marco Rubio) বলেছেন যে, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভারত-মার্কিন সম্পর্কের মধ্যে একটি ‘বিরক্তির কারণ’ (point of irritation) হয়ে দাঁড়িয়েছে। রুবিওর এই মন্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর ২৫% শুল্ক আরোপের পাশাপাশি ‘অনির্দিষ্ট জরিমানা’ (unspecified penalty) চাপানোর হুমকি দিয়েছেন।

ফক্স নিউজ রেডিওকে (Fox News Radio) দেওয়া সাক্ষাৎকারে রুবিও ভারতকে ‘মিত্র’ (ally) ও ‘কৌশলগত অংশীদার’ (strategic partner) হিসেবে অভিহিত করলেও উল্লেখ করেন যে, রাশিয়ার তেল কেনার কারণে ওয়াশিংটনের সাথে ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে।

২০২৪ সালে ভারতের মোট তেল আমদানির ৩৫% থেকে ৪০% এসেছে রাশিয়া থেকে, যা ২০২১ সালে ছিল মাত্র ৩%। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞার (sanctions) কারণে রাশিয়া সস্তায় তেল বিক্রি শুরু করলে ভারত সেখান থেকে ব্যাপক পরিমাণে তেল কেনা বাড়িয়ে দেয়।

ভারত সরকার রাশিয়ার থেকে তেল কেনাকে সমর্থন করে জানিয়েছে যে, প্রচুর এনার্জি আমদানি করা দেশ হিসেবে ভারতকে সবচেয়ে সস্তা তেল কিনতে হয়, যাতে দরিদ্র ভারতীয়দের ক্রমবর্ধমান জ্বালানি খরচ থেকে রক্ষা করা যায়।

রুবিওর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকার এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইস্যু ভারত-মার্কিন সম্পর্কে আরও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen