ঘনাচ্ছে সংশয়ের মেঘ! বঙ্গে SIR শুরু করতে কেন পিছপা কমিশন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৯: বাংলায় কবে শুরু হবে SIR? বলা হয়েছিল, দুর্গাপুজোর পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে SIR কিন্তু এখন শোনা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহেও বাংলায় ভোটার তালিকার SIR শুরু করার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, কর্মী নিয়োগ-সহ একাধিক জটিলতার জেরে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া আপাতত শুরু করা নিয়ে সংশয় রয়েছে।
বাংলায় চলতি মাসে উৎসবের লম্বা সরকারি ছুটি SIR শুরু করার ক্ষেত্রে প্রধান অন্তরায়। দীপাবলি, ভাইফোঁটা, ছট এবং জগদ্ধাত্রী পুজোর জন্য আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারের। ইআরও (ERO) নিয়োগ নিয়ে জটিলতাও এই প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকার ‘ম্যাপিং’-র কাজ শেষ হয়নি। এই কাজ শেষ না হলে SIR শুরু কর যাবে না। ৮০,৬০০টি বিএলও পদের মধ্যে কিছু পদে নিয়োগ এখনও বাকি আছে। বিএলও-দের সকলকে এখনও প্রশিক্ষণ দেওয়া যায়নি।
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেখানকার এসআইআর প্রস্তুতির কাজ থমকে গিয়েছে। সদ্য এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়ালদের বৈঠকে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিক ও বিএলও-দের ডাকা হয়নি। অক্টোবরের শেষে বৈঠক হতে পারে।
ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের নিয়োগ নিয়ে অভিযোগ উঠছে। যার প্রেক্ষিতে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন
(Election Commission of India)। বলা হয়েছে, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসাবে নিয়োগ করা হয়েছে। যা কমিশনের গাইডলাইন বিরোধী। বিধি নিশ্চিত করতে মুখ্যসচিব ও সিইও-কে নির্দেশ দিয়েছে কমিশন।
বিএলও পদে কিছু নিয়োগ এখনও বাকি। কমিশনের ‘১২০০ ভোটার পিছু একটি বুথ’ নিয়ম মেনে নতুন ১৩,৮৫৩টি বুথ বাড়ানোর প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে সিইও দপ্তর। ফলে আরও ১৩,৮৫৩ জন বিএলও ছাড়াও বুথ অবজারভারদের নিয়োগ করতে হবে। কমিশনের প্রতিনিধিদল ১৫ অক্টোবরের মধ্যে ম্যাপিং-সহ যাবতীয় প্রস্তুতিপর্ব সেয়ে ফেলতে নির্দেশ দিয়ে গিয়েছে। উৎসবের ছুটির কারণে তা কতটা সম্ভব হবে, প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, নভেম্বরের আগে হয়তো বাংলায় ভোটার তালিকার এসআইআর শুরু করা যাবে না।