দূষণ সত্ত্বেও লখনৌয়ে ম্যাচ কেন? ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে বড় সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

December 18, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০:  প্রতি বছর শীতকালে বায়ুদূষণে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয় উত্তর ভারত। আদালত থেকে রাজপথ- দূষণ নিয়ে চর্চা, উদ্বেগ এবং রাজনৈতিক চাপানউতোর কম হয় না। এই বাস্তব চিত্র জানা সত্ত্বেও কেন মাঝ ডিসেম্বরে লখনৌয়ের (Lucknow) মতো শহরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হল? কুয়াশা ও দূষণে ম্যাচ পণ্ড হওয়ার পর এখন এই প্রশ্নবানেই বিদ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রবল সমালোচনার মুখে পড়ে এবার ম্যাচ আয়োজনের নীতি বা রোটেশন পলিসিতে বড়সড় বদল আনতে চলেছে বোর্ড।

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধেয়। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ (Fourth T20 match) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধে প্রকৃতি। অত্যধিক বায়ুদূষণের ফলে সৃষ্ট ঘন কুয়াশায় দৃশ্যমানতা কার্যত শূন্যে এসে ঠেকে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মতে, দু’হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এমতাবস্থায় টস পিছিয়ে দেওয়া হয় এবং শেষমেশ ম্যাচ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়।

ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল- সকলেরই প্রশ্ন, শীতকালে উত্তর ভারতের আবহাওয়া যে খেলার অনুকূল থাকে না, তা কারোর অজানা নয়। লখনৌ বা দিল্লির মতো শহরে এই সময় ধোঁয়াশা বা ‘smog’ যে ভয়াবহ আকার নেয়, তা আন্দাজ করা খুব কঠিন ছিল না। তাহলে কেন আগাম সতর্কতা অবলম্বন করা হল না? বোর্ড মহলের একাংশও ঘরোয়া আলোচনায় স্বীকার করছেন, এই সময়ে উত্তর ভারতে ম্যাচ ফেলাটা ‘অতীব বোকামি’র পরিচয়।

পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিসিসিআই (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ লখনৌয়ে ম্যাচ বাতিল হওয়ার ঘটনায় আমরা সকলেই অত্যন্ত হতাশ। সমস্ত প্রস্তুতি সারা থাকলেও শেষ মুহূর্তে ধোঁয়াশার কারণে ম্যাচ করা গেল না।” একইসঙ্গে বোর্ডের তরফে নীতি পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। রাজীব শুক্লা জানান, “সাধারণত ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে এই কুয়াশা বা ধোঁয়াশার সমস্যা প্রবল থাকে। আগামী দিনে ফিক্সচার বা ক্রীড়াসূচি তৈরির সময় এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।” অর্থাৎ, শীতের এই নির্দিষ্ট সময়ে উত্তর ভারতের ভেন্যুগুলিকে ব্রাত্য রাখারই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

উল্লেখ্য, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে সাদা বলের সিরিজ রয়েছে, তার ভেন্যুগুলি রাখা হয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতের শহরগুলিতে। প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের ক্ষেত্রেও কেন সেই বিচক্ষণতা দেখাল না বিসিসিআই? লখনৌয়ের ঘটনায় বোর্ডের পেশাদারিত্ব নিয়ে যে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen