সংসদে বিলের নাম কেন হিন্দিতে? ‘ভাষা আগ্রাসনে’র অভিযোগে সরব দক্ষিণী দলগুলি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ফের সংঘাতের কেন্দ্রে ভাষা। সংসদে একের পর এক বিলের নাম হিন্দিতে রাখছে মোদী সরকার (Modi Govt)। ‘ভারতীয় ন্যায় সংহিতা’ থেকে শুরু করে সদ্য পেশ হওয়া ‘জি রাম জি’ (G Ram G) বিল- প্রায় সব ক্ষেত্রেই বিলের নাম বা সংক্ষিপ্ত রূপ হিসেবে বেছে নেওয়া হচ্ছে হিন্দি শব্দ। আর এই নিয়েই এবার তীব্র প্রতিবাদ শুরু করেছে দক্ষিণের রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, কৌশলে ঘুরিয়ে সেই হিন্দি ভাষাই তাদের ওপর চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। এটি আঞ্চলিক সত্তার ওপর আঘাত হানার এক সুপরিকল্পিত প্রয়াস।
সংবিধানের ৩৪৮ (১)(বি) ধারা অনুযায়ী, সংসদে পেশ হওয়া যে কোনও বিল, আইন বা অর্ডিন্যান্স ইংরাজিতে লেখা বাধ্যতামূলক, যদি না সংসদে এর বিরুদ্ধে অন্য কোনও আইন পাশ হয়। এতদিন নিয়ম ছিল, যে ভাষাতেই বিলের অনুবাদ হোক না কেন, মূল কপিটি ইংরাজিতে থাকবে। কিন্তু মোদী জমানায় এক নতুন প্রবণতা বা ‘ট্রেন্ড’ লক্ষ্য করা যাচ্ছে। সরকার যে বিলগুলি নতুন করে পেশ করছে, সেগুলির নাম রাখা হচ্ছে হিন্দিতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই হিন্দি নামটিই বিলের ওপর ইংরাজি হরফে লেখা হচ্ছে। নামের কোনও ইংরাজি অনুবাদ থাকছে না। হয় পুরো নাম হিন্দিতে হচ্ছে, নাহয় নামের সংক্ষিপ্ত এবং প্রচলিত রূপটি হিন্দি শব্দে রাখা হচ্ছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ডিএমকে (DMK), কংগ্রেস এবং আরএসপি (RSP)-র মতো দলগুলির দক্ষিণী নেতারা। আরএসপি (RSP) সাংসদ এন কে প্রেমচন্দন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিলের এমন সব নাম রাখা হচ্ছে, যা আমার পক্ষে উচ্চারণ করাই কঠিন।” কংগ্রেস সাংসদ জ্যোতিমণি এবং ডিএমকে-র সেলভাগণপতি সরাসরি তোপ দেগে বলেছেন, “এর মধ্যে স্পষ্ট হিন্দি আগ্রাসন দেখতে পাচ্ছি। এর আগেও ত্রিভাষা নীতি না মানায় আমাদের জাতীয় শিক্ষা মিশনের টাকা আটকে দেওয়া হয়েছে।”
ডিএমকে নেতা টি আর বালু অভিযোগ করেছেন, “এটা পরিষ্কার যে দক্ষিণী রাজ্যগুলির ওপর জোর করে হিন্দি চাপানোর চেষ্টা চলছে।” প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) পুরনো রীতির প্রসঙ্গ টেনে বলেন, “এত দিনের রীতি ছিল হিন্দি নাম হিন্দি হরফে এবং ইংরাজি নাম ইংরাজি হরফে লেখা হবে। তাতে কেউ আপত্তি জানায়নি। এখন কেন সরকার এভাবে নাম বদলাচ্ছে?”