বিপর্যস্ত উত্তরবঙ্গ নিয়ে সরব কিন্তু বিষাক্ত কফ সিরাপে মধ্যপ্রদেশে ২০ শিশুর মৃত্যুতে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তৃণমূলের

October 8, 2025 | 2 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪০: বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিষাক্ত কফ সিরাপ খেয়ে ২০ শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নীরবতা ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। X হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, এমন মর্মান্তিক ঘটনার পরও প্রধানমন্ত্রী একটি শব্দও খরচ করেন নি বা কোন‌ও শোকবার্তাও প্রকাশ করেননি।

গোখলে লেখেন, “২০টি ছোট্ট প্রাণ হারানোর পরও মোদী নীরব। বরং এই সময় তিনি যা করেছেন তা হল- বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলাকে লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ, নিজের শাসনের ২৪ বছর পূর্তিতে আত্মপ্রশংসা এবং বিহার নির্বাচনী প্রচারের ক্লিপ শেয়ার।”

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদীর ভূমিকার তুলনাও টানেন। গোখলের দাবি, উত্তরবঙ্গের বিধ্বংসী বন্যার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন, যা “সত্যিকারের নেতৃত্বের” পরিচয়।

মধ্যপ্রদেশ সরকারকে নিশানা করে তৃণমূল (TMC) মুখপাত্র বলেন, বিষাক্ত ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার দায়িত্ব সরকার পালন করতে ব্যর্থ হয়েছে। বরং যিনি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন, সেই চিকিৎসককেই দায়ী করার চেষ্টা চলছে, অথচ তাঁর ওষুধের মান নিয়ন্ত্রণে কোনও ভূমিকা ছিল না।

গোখলে প্রশ্ন তোলেন, “২০টি শিশুর মৃত্যুতে অন্তত কয়েকটি শোকের শব্দ উচ্চারণ করাও কি এত কঠিন? বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু বলেই কি এই শিশুগুলির প্রাণের কোনও মূল্য নেই মোদীর কাছে?” ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হলেও প্রধানমন্ত্রীর তরফে এখনও কোনও মন্তব্য আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen