কেন গোয়ার রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেস? অবস্থান স্পষ্ট করলেন দলের সাংসদ
গোয়ার মানুষ প্রতারিত হতে হতে ক্লান্ত, তাই মানুষের কাছে বিকল্প পথের হদিশ দিতে তৃণমূল গোয়ায় গিয়েছে।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালে গোয়ায় প্রদেশ শাখা তৈরি করে তৃণমূল কংগ্রেস। ২০২২ সালে সে রাজ্যে ভোটেও লড়ে। কিন্তু বাংলার শাসক দল হঠাৎ পশ্চিম ভারতের সাগরপাড়ে গেল কেন? কারণ, খোলসা করলেন খোদ দলের সাংসদ সাকেত গোখলে। তাঁর মতে, গোয়ার মানুষ প্রতারিত হতে হতে ক্লান্ত, তাই মানুষের কাছে বিকল্প পথের হদিশ দিতে তৃণমূল গোয়ায় গিয়েছে।
২০১৭ সালে গোয়া বিধানসভা নির্বাচনে ১৭ জন কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন। তাঁদের মধ্যে বিরোধী দলনেতা সহ দশ জন বিজেপিতে যোগ দেন। একই ছবি দেখা যায়, ২০২২ সালের বিধানসভা নির্বাচনেও। জিতে আসা এগারো জন কংগ্রেস বিধায়কের মধ্যে আটজন বিজেপিতে যোগ দেন। দল বদলান খোদ বিরোধী দলনেতাও।
সাকেতের মতে, গোয়ার মাটিতে বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই করার জন্য ভরসাযোগ্য বিরোধী প্রয়োজন। সেই ভূমিকা পালনে একমাত্র যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁর মতে, একদিন গোয়া পরিচালনা করবে গোয়ার নাগরিকেরা এবং গোয়া তৃণমূল। তৃণমূল গোয়ার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ।