কেন বাংলায় কেন্দ্রের ‘ইকোনমিক ব্লকেড’, নির্মলাকে প্রশ্ন তৃণমূলের – দেখুন ভিডিও
এছাড়াও রুল ৩২২-এর অধীনে রাজ্যসভার চেয়ারকে জানানো হয় মন্ত্রী কোনও রাজ্যের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে পারেন না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনায় তার উত্তর শেষ করার পর তৃণমূল কোনরদের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রুল ২৩৯-এর অধীনে তাকে চারটি প্রশ্ন করেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তাঁকে জিজ্ঞাসা করেন-
১. MNREGA-এর আওতায় বাংলার কাছে ৭৫০০ কোটি টাকা বকেয়া। হ্যাঁ নাকি না?
২. রাজ্যের পক্ষ থেকে ৯৯% সম্মতি সম্পন্ন হয়েছে। হ্যাঁ নাকি না?
৩. আবাস যোজনা সহ বাংলার মোট ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। হ্যাঁ নাকি না?
৪. কেন অর্থনৈতিক ব্লকেড করা হচ্ছে বাংলায় ?
এছাড়াও রুল ৩২২-এর অধীনে রাজ্যসভার চেয়ারকে জানানো হয় মন্ত্রী কোনও রাজ্যের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে পারেন না।
এরপর সরকারপক্ষের উত্তরে অসন্তুষ্ট হয়ে টিএমসি ওয়াকআউট করে। এর পর একে একে কংগ্রেস, ডিএমকে এবং বামদলগুলির সাংসদরাও ওয়াকআউট করেন।