সাদা বলের ক্রিকেট থেকে উধাও হয়ে যাবে ওয়াইড! কী ভাবছে ICC?

বার বার অভিযোগ ওঠে, ক্রিকেট কি শুধু ব্যাটারদের খেলা?

January 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সাদা বলের ক্রিকেট থেকে উধাও হয়ে যাবে ওয়াইড! কী ভাবছে ICC?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার বার অভিযোগ ওঠে, ক্রিকেট কি শুধু ব্যাটারদের খেলা? অন্তত শেষ বিশ বছরে তেমনই ছবি দেখা যাচ্ছে। এবার বোলারদের কথা ভেবে নয়া নিয়ম আনতে পারে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার কমিটির সদস্য তথা প্রাক্তন পেসার শন পোলক জানাচ্ছেন, ওয়াইড বলের নিয়ম বদল করার কথা নিয়ে ভাবনা চিন্তা চালাচ্ছে আইসিসি।

সাদা বলের ক্রিকেটে বোলাররা যখন ব্যাটারের পা লক্ষ্য করে বল করেন, ব্যাটাররা সুযোগ-সুবিধা মতো জায়গা বদল করে ওয়াইড আদায় করে নেন। এরই বদল করতে চাইছে আইসিসি। এ বিষয়ে কাজ করছেন প্রাক্তন প্রোটিয়া পেসার। তাঁর কথায়, “ওয়াইড বলের ক্ষেত্রে বোলার আরও স্বাধীনতা পাক। ওয়াইড বলের জন্য ওদের কাছে নিয়ম বড্ড কড়া।”

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের কথায়, কোনও ব্যাটার যদি শেষ মুহূর্তে লাফ দিয়ে স্থান বদল করে, সেটা গ্রহণযোগ্য বলে মনে করেন না তিনি। রান আপ শুরু করার আগেই বোলারের জানা উচিত, সে কোথায় বল করবে। একজন বোলার কীভাবে শেষ মুহূর্তে রান আপ বদল করবে? আর কেনই বা করবে? বোলারের পরিষ্কার ধারণা থাকা উচিত সে কোথায় বল করতে চলেছে। প্রাথমিক স্তরে এই নিয়ে কথাবার্তা চলছে বলেও খবর। আলোচনা চলছে। আইসিসি যদি নতুন নিয়ম আনে, তাহলে বোলাররা সুবিধা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen