শুনানিতে তলব স্ত্রীকে, আতঙ্কে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু স্বামীর

January 2, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩১: SIR-র শুনানি শুরু হতেই বঙ্গে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এবার SIR আতঙ্কে মুর্শিদাবাদের ডোমকলে যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। নামে গড়মিল থাকায় স্ত্রীর নামে শুনানি নোটিশ এসেছে। তাতেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্বামীর। ঘটনাটি ঘটেছে ডোমকলের ফতেপুরহাট এলাকায়।

জানা গিয়েছে, কর্মসূত্রে স্ত্রী রেখা শেখকে নিয়ে হাওড়ায় থাকতেন জয়নাল আনসারী। স্ত্রীর কাছে শুনানির নোটিশ যায়।
তারপর নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে হাজির হন রেখা শেখ। নাথিও জমা দেন। শুনানিকেন্দ্রে স্ত্রীর সঙ্গে কী ঘটেছে তা জানতে পারেননি জয়নাল। দু’জনের কাছে ফোন না-থাকার কারণে একজন অন্যজনের খবর পাননি।

আর্থিক অবস্থা এতই খারাপ যে, ফোন কেনা সম্ভব হয়নি তাদের পক্ষ। স্ত্রীর খবর না-পেয়ে চিন্তায় শরীর খারাপ হতে শুরু হয় জয়নালের। খাওয়া দাওয়াও ছেড়ে দেন। এরই মধ্যে তাঁর মৃত্যু হয়। চোখে জল নিয়েই রেখা বলছেন, “আমাকে শুনানিতে ডাকার পর থেকে আমার স্বামী খুব চিন্তা করছিল। ভাবছিল আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে। বারবার বলছিল পাগলি তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে। আমি বলি তুমি চিন্তা করো না। ওরা বাংলাদেশে নিয়ে যাবে না। তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তারপরই ওর সঙ্গে কথা বলে সব ডকুমেন্ট নিয়ে ডোমকলে গিয়ে জমা দিলাম। কিন্তু ওকে কিছু জানাতে পারিনি।” ভেঙে পড়ছে গোটা পরিবার। এলকায় শোকে ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen