Wiki Loves Bangla 2025 আলোকচিত্র প্রতিযোগিতা তুলে ধরল বাংলার পাখিদের বৈচিত্র

‘উইকি লাভস ফটোগ্রাফি’-র লক্ষ্য হলো উইকিমিডিয়া কমন্স-কে (উইকিপিডিয়া যার অংশ) উচ্চমানের ছবির দ্বারা সমৃদ্ধ করা।

July 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৬: বাংলা যে সোনার বাংলা সেটা কে না জানে – প্রাকৃতিক দিক থেকেও তাই। হোক না এখন দুটো দেশ, কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে নাড়ির টান তো আর কমে যায়নি।

পশুপাখির বৈচিত্রে ‘বাংলা’ – এপার ওপার মিলিয়ে – বিশ্বের মধ্যে এক অনন্য স্থান অধিকার করে। সেই বৈচিত্রকে তুলে ধরতে সম্প্রতি অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার দুটি শাখা – উইকিমিডিয়া বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গল উইকিমিডিয়ানস ইউজার গ্রুপ – বাংলা উইকিমৈত্রীর ছাতায়‘উইকি লাভস বাংলা’ (অর্থাৎ, ‘উইকি ভালবাসে বাংলাকে’) নামে একটি পাখি সংক্রান্ত আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল। ‘উইকি লাভস ফটোগ্রাফি’ প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছিল ‘উইকি লাভস বাংলা’।

‘উইকি লাভস ফটোগ্রাফি’-র লক্ষ্য হলো উইকিমিডিয়া কমন্স-কে (উইকিপিডিয়া যার অংশ) উচ্চমানের ছবির দ্বারা সমৃদ্ধ করা। এইসব ছবিই বিশ্বের যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারে, উইকিপিডিয়ার বাকি সব জিনিসের মতন।

পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসমের ৪২১ প্রজাতির পাখির প্রায় ১৮০০টা ছবি জমা পড়েছিল প্রতিযোগিতায়, যা তুলেছিল ১৯১ জন আলোকচিত্রী। এবার ছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষ, এবং ছবি জমা দেওয়ার সময় ছিল ১ মার্চ থেকে ১০ এপ্রিল।

বিচারকমণ্ডলী একটি তিনস্তরীয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন বিজয়ী বেছে নিয়েছিল। প্রথম স্থানে ছিলেন আশরাফ আলী, যিনি পুরস্কার হিসেবে ৫০,০০০ বাংলাদেশী টাকা যেতেন। দ্বিতীয় স্থানে ছিলেন সঞ্জয় কুমার এবং তৃতীয় স্থানে অভিজিত দে, যাঁবা যেতেন ২৫,০০০ এবং ১৫,০০০ বাংলাদেশী টাক।

বিচারকমণ্ডলীতে ছিলেন পাঁচজন নামকরা চিত্রশিল্পী – বাংলাদেশের আব্দুল মোমিন ও সৈয়দ আব্বাস, ভারতের টিমোথি এ গনসালভেস, জার্মানির ফ্রাঙ্ক শুলেনবার্গ এবং ফ্রান্সের সাইমন পিয়ের ব্যারেট। শুধু ছবি হিসেবে নয়, ওই ১৮০০টার কাছাকাছি ছবি বিচার করা হয়েছিল তাদের সাংস্কৃতিক মূল্য ও তথ্য প্রদানের ওপর।

পাখির রকমফের মুগ্ধ করেছিল বিচারকদের এবং সংগঠকদের, দু’তরফকেই। স্থানীয় ও পরিযায়ী পাখি, দুইরকমেরই রংবেরঙের এবং উচ্চমানের ছবি জায়গা করে নিয়েছিল প্রতিযোগিতায়।

উইকিপিডিয়ার লক্ষ্য জ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, জ্ঞানকে আরো সহজলভ্য ও সমৃদ্ধ করা, এবং এই আলোকচিত্র প্রতিযোগিতা তারই আরেক প্রতিফলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen