রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২০২০-র বদলা নিতে প্রস্তুত বাংলা?

তিন বছরের মধ্যে তাদের দ্বিতীয় রঞ্জি ফাইনাল খেলতে প্রস্তুত, লাল বলের ক্রিকেটে এই ধারাবাহিকতা নিয়ে বাংলা সচেতন।

February 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ২০১৯-২০ রঞ্জি ট্রফি ফাইনালের ফলাফলের বদলা নেওয়ার সুযোগ রয়েছে বাংলার। উভয় দলই সেমিফাইনালে যথাক্রমে মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের বিরুদ্ধে জয়ের পর বৃহস্পতিবার শুরু হওয়া ইডেন গার্ডেনে এই মরসুমের নির্ধারক ম্যাচে আবার মুখোমুখি হবে।

তিন বছরের মধ্যে তাদের দ্বিতীয় রঞ্জি ফাইনাল খেলতে প্রস্তুত, লাল বলের ক্রিকেটে এই ধারাবাহিকতা নিয়ে বাংলা সচেতন। ইডেনে পরিস্থিতি বাংলার পক্ষে হতে পারে, কিন্তু সৌরাষ্ট্রের ব্যাটিং গভীরতা বোলারদের কাজকে খুব সহজ করে তুলবে না।

২০২০-র মার্চ মাসে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয় সৌরাষ্ট্র এবং বাংলা। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে বাংলা সেবার প্রথম ইনিংসে পিছিয়ে থাকার সুবাদের হেরে যায়। সৌরাষ্ট্র সেবার প্রথমে ব্যাট করে ৪২৫ রান করেছিল। চেতেশ্বর পূজারা সেই ইনিংসে ৬৬ রান করছিলেন। জবাবে বাংলা প্রথম ইনিংসে ৩৮১ রানে অলআউট হয়ে যায়। সেবার বাংলার দলে ছিলেন মনোজ, শাহবাজ এবং বর্তমানে ফর্মে থাকা অনুষ্টুপরা। তাই এবারের রঞ্জি ফাইনালে বদলের অভ্যতা থাকছেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen