ম্যানেজারের ভুলেই কি নিলামে আরও লাভের মুখ দেখবেন ক্যামেরন গ্রিন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১০: আইপিএল মিনি নিলামের আগে ক্যামেরন গ্রিনকে ঘিরে বাড়ছে কৌতূহল। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এবারের মিনি নিলাম, আর তার আগেই অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, গ্রিনকে দলে টানার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। হাতে ৬৪.৩ কোটি টাকা থাকায় নিলামে বড় বাজি ধরার ক্ষমতা রয়েছে নাইটদের। আন্দ্রে রাসেলের ভবিষ্যৎ বিকল্প হিসেবেও গ্রিনকে দেখছে অনেকেই। যদিও চেন্নাই সুপার কিংসও এই লড়াইয়ে নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।
এবারের নিলামে মোট ৭৭টি স্লট খালি, যার মধ্যে ৩১টি বিদেশি ক্রিকেটারের জন্য। গ্রিনের ন্যূনতম মূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা, তবে দর যে বহুগুণ বাড়তে পারে, তা প্রায় নিশ্চিত। ঠিক এই আবহেই সামনে এসেছে এক অদ্ভুত তথ্য। আইপিএল নিলামে গ্রিনের নাম অলরাউন্ডার হিসেবে নয়, বরং শুধুই ব্যাটার হিসেবে নথিভুক্ত হয়েছে। আর সেই ‘ভুল’-এর দায় নিচ্ছেন তাঁর ম্যানেজার নিজেই।
গ্রিন জানিয়েছেন, দীর্ঘদিন চোটের কারণে বোলিং না করায় হয়তো ভুল করে ব্যাটার অপশনেই তাঁর নাম দেওয়া হয়েছে। তবে এই গন্ডগোল আদতে ক্ষতিকর নাও হতে পারে। ব্যাটার হিসেবে তালিকাভুক্ত থাকায় নিলামের শুরুতেই তাঁর নাম উঠবে, ফলে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে দর হাঁকানোর লড়াই আরও তীব্র হতে পারে।
সব মিলিয়ে, ভুল হলেও তা গ্রিনের বাজারদর বাড়াতে পারে বলেই মনে করছেন ক্রিকেটমহলের একাংশ। এখন দেখার, শেষ পর্যন্ত কাকে হাসাবে এই ‘ভুল’—গ্রিনকে, না কি তাঁকে দলে নেওয়া কোনও ফ্র্যাঞ্চাইজিকে।