তিনদিনের মাথায় হঠাৎ মন্ত্রিসভার বৈঠক, রদবদল করবেন মমতা?

মন্ত্রিসভা থেকে কি বাদ পড়বেন কোনও মন্ত্রী?

May 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তিনদিনের মাথায় দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। জরুরি ভিত্তিতে হঠাৎ এই বৈঠক কেন ডাকা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মমতা?

উল্লেখ্য, এসএসসি দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। সিবিআই দপ্তরে হাজিরা দিতে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের। রোজ আদালতে মুখ পুড়ছে রাজ্যের। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আজ বিশেষ কোনও সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। উড়িয়ে দেওয়া হচ্ছে না রদবদলের সম্ভাবনাও।

মন্ত্রিসভা থেকে কি বাদ পড়বেন কোনও মন্ত্রী? নতুন মুখ যোগ হবে? দপ্তর বদল হবে কি কোনও মন্ত্রীর? এই প্রশ্নi ঘুরছে নবান্নের অলিন্দে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen