ভবানীপুরে প্রার্থী দেবে কংগ্রেস? না দিলে সিপিএম কী করবে? জল্পনা শুরু

বহু প্রতিক্ষীত ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

September 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বহু প্রতিক্ষীত ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের (Bhawanipur By Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট ঘোষণা মাত্র দিদির পাড়ায় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল (TMC)।

বহু প্রতিক্ষীত ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের (Bhawanipur By Election) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট ঘোষণা মাত্র দিদির পাড়ায় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল (TMC)।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই বলেছিলেন, তাঁর ব্যক্তিগত মত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেবে না ভবানীপুর উপনির্বাচনে। একুশের ভোটে সংযুক্ত মোর্চার শরিক হিসেবে এই কেন্দ্রে কংগ্রেসেরই প্রার্থী ছিল। এদিনও অধীরবাবু বলেছেন, আমি আমার কথা আগেই বলেছিলাম। বাকিটা কী হবে দল ঠিক করবে। হাইকম্যান্ড যেমন নির্দেশ দেবে তেমনই হবে। ভবানীপুরের ভোটে প্রার্থী দেওয়া না দেওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানও।

এখন প্রশ্ন হচ্ছে, কংগ্রেস যদি প্রার্থী না দেয় ভবানীপুরে তাহলে বামেরা কী করবে?

অধীরবাবু যখন এর আগে প্রার্থী না দেওয়ার কথা বলেছিলেন তখন বামেদের অনেকেই বলেছিলেন, কংগ্রেস প্রার্থী না দিলেও তারা লড়বেন। তবে এদিন ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বিজেপির মতো সুজন চক্রবর্তীও প্রশ্ন তুলেছেন, কেন বাকি চারটি জায়গায় ভোট ঘোষণা করল না কমিশন? কিন্তু কংগ্রেস প্রার্থী না দিলে বামেরা কী করবে ভবানীপুরে সে ব্যাপারে সিপিএমের কোনও নেতাই মন্তব্য করতে চাননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen