কাতার বিশ্বকাপের পর আর খেলবেন না রোনাল্ডো?

ড্রেসিং-রুম থেকে বেরিয়ে টিম বাসে ওঠা। মনের কোণে উঁকি দিচ্ছে পাঁচ বছর আগের স্মৃতি।

June 29, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ক্লান্ত, বিধ্বস্ত শরীরটাকে আর বয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে না। মনের কোণে আষাঢ়ের ঘন মেঘ, যা বৃষ্টি হয়ে দু’চোখ বেয়ে ঝরে পড়ছে ঘামে ভেজা জার্সিতে। নিশ্চিতভাবেই জানেন, কোনও অভিব্যক্তি গোপন রাখা সম্ভব নয়। বিশালাকার ক্যামেরা শুধু তাঁর দিকে তাক করা। 


ইউরো থেকে এভাবে বিদায় নিতে হবে তা সম্ভবত ভাবেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, দুরন্ত বেলজিয়ামের কাছে হারতেই হল। সম্ভবত এই শেষবার ইউরোপের যুদ্ধক্ষেত্রে তাঁকে দেখা গেল। কাতার বিশ্বকাপ অবশ্যই খেলবেন। কিন্তু তিন বছর পর জার্মানিতে হওয়া ইউরোর আসরে সিআরসেভেনকে হয়তো অন্য কোনও ভূমিকায় পাবেন ফুটবলপ্রেমীরা। সেরকম ইঙ্গিতই রবিবার দিল। খেলা শেষের পরে সান্ত্বনা দিলেন থিবাউট কুর্তোয়া, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনরা। তখনও রোনাল্ডোর মুখে এক আকাশ বিরক্তি। খোঁচা দিয়েছেন কুর্তোয়াকে, ‘তোমার ভাগ্য ভালো! বলটা ভিতরে যেতে চাইল না।’ টানেলে ঢোকার মুখে ক্ষোভে হতাশায় ছুড়ে ফেলেছেন অধিনায়কত্বের আর্মব্যান্ড। তাতে লাথিও মেরেছেন। দুঃখের গতি ক্রমশ বাড়ছে। কিচ্ছু ভালো লাগছে না। তবু ফিরতে হবে ড্রেসিং-রুমে। চেষ্টার তো ত্রুটি ছিল না। মাতৃভূমির স্বার্থে এবং কোচের পরামর্শে পছন্দের পজিশনও বিসর্জন দিতে দু’বার ভাবেননি তিনি। কিন্তু সহ-ফুটবলারদের সহযোগিতা না পেয়ে নক-আউটের প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকতে হল। বার্নাডো সিলভা, ডিয়োগো জোতা, হোয়াও মোতিনহোরা ব্যর্থ। কিন্তু কাঠগড়ায় শুধুই রোনাল্ডো! অধিকাংশ বিশেষজ্ঞের তির এবার তাঁর দিকেই ধেয়ে আসবে। শুনতে হবে, শেষের দিন শুরু হয়ে গিয়েছে। 


ড্রেসিং-রুম থেকে বেরিয়ে টিম বাসে ওঠা। মনের কোণে উঁকি দিচ্ছে পাঁচ বছর আগের স্মৃতি। ফ্রান্স ইউরো। গ্রুপের তিনটি ম্যাচই ড্র। প্রতিপক্ষের নামগুলি মনে আছে? হাঙ্গেরি, আইসল্যান্ড ও অস্ট্রিয়া। তা সত্ত্বেও রাউন্ড অব সিক্সটিনের মুখ দেখা। নক-আউটের প্রথম ম্যাচে উল্টোদিকে ক্রোয়েশিয়া। ৯০ মিনিট গোলশূন্য। তারপর রিকার্ডো কুরেসমার গোল এনে দিল শেষ আটের টিকিট। সামনে রবার্ট লিওয়ানডস্কির পোল্যান্ড। টাই-ব্রেকারে পোলিশ চ্যালেঞ্জ পেরনো। সেমি-ফাইনালে ওয়েলসকে দু’গোলে বশ মানানো। সবশেষে ফাইনালে দুরন্ত ফ্রান্স। চোট পেয়ে মাঝপথে মাঠ ছাড়া। ১০৯ মিনিটে এডারের সেই গোলে এল ইউরোপ সেরার সম্মান। তখনও অনেকে বলেছিলেন, ভাগ্যের জোরে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে। সে কথায় কান দেননি রোনাল্ডো। এখনও সেই অভ্যাস বজায় রয়েছে তাঁর। জানেন, ফিরে আসতে হবে ফিনিক্স পাখির মতো। ইউরো হয়তো আর খেলা হবে না। কিন্তু, পরের বছর তো বিশ্বকাপ। বুটজোড়া তুলে রাখার আগে শেষ আন্তর্জাতিক আসরে জ্বলে তো উঠতেই হবে। 
শেষের শুরু হয়েছে… শেষ তো হয়নি!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen