ধনখড়ের কীর্তিকলাপে বিব্রত বিজেপি, পদ খোয়াবেন রাজ্যপাল?

রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তাঁর কীর্তিকলাপে বিব্রত বঙ্গ বিজেপিও।

June 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আড়ালে আবডালে বলা হয়ে থাকে জগদীপ ধনখড়ই (Jagdeep dhankhar) নাকি বাংলার প্রধান বিরোধী নেতা। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের সঙ্গে লাগাতার লড়াইয়ে তিনি অতি সক্রিয়, এও বলা হয়ে থাকে। পান থেকে চুন খসলেই তিনি অপমানিত বোধ করেন। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তাঁর কীর্তিকলাপে বিব্রত বঙ্গ বিজেপিও।

রাজভবনের রাজ্যপাল হয়ে বসার সুবিধা নিয়ে অনৈতিকভাবে নিজের পরিবারের লোকজনদের ওএসডি পদে নিয়োগ করার অভিযোগও বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের এর বিরুদ্ধে উঠেছে। যদিও ধনখড় এই অভিযোগকে অপপ্রচার বলে ব্যাখ্যা করেছেন, এই ব্যাপারে রীতিমতো অস্বস্তিতে পড়ে এবারে বাংলার রাজ্যপাল পদ থেকে তাকে সরিয়ে দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনই জল্পনা শোনা যাচ্ছে ক্ষমতার অলিন্দে। সেই কারণেই তড়িঘড়ি দিল্লি সফরে গেছেন ধনখড়।

কিছুদিন আগেই তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র বাংলা রাজ্যপালের বিরুদ্ধে এই স্বজনপোষণ এবং নিয়োগ দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনেন। এরপরই তড়িঘড়ি রাজ্যপালকে দিল্লিতে তলব করে সরকার, বা তার বকলমে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলে জল্পনা, বাংলার পরবর্তী রাজ্যপাল হিসেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পছন্দের তালিকায় নাকি এক নম্বরে রয়েছেন কেরলের বর্তমান রাজ্যপাল তথা আরএসএস ঘনিষ্ঠ আরিফ মহম্মদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen