কৃষকদের ‘দিল্লি চলো’: আদালতের নির্দেশে কী করতে পারবেন না অন্নদাতারা?

মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে রাজধানীতে ফের সমবেত হয়েছেন কৃষকরা।

February 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে রাজধানীতে ফের সমবেত হয়েছেন কৃষকরা। দিল্লি চলো আন্দোলন নিয়ে আদালতের রায়ে কৃষকরা ধাক্কা খেলেন। হাইওয়েতে ট্রাক্টর, ট্রলি নিয়ে বিক্ষোভ দেখানোয়, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কৃষকদের ভর্ৎসনা করল। আদালত জানিয়েছে, মোটর ভেহিকল আইন অনুযায়ী হাইওয়েতে ট্রাক্টর-ট্রলির ব্যবহার নিষিদ্ধ। কৃষকদের সাংবিধানিক দায়িত্ব পালনের কথাও মনে করিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। কেন পাঞ্জাব সরকার হাইওয়েতে ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভের অনুমতি দিল? প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।

মোটর ভেহিকল আইনঅনুযায়ী, হাইওয়েতে ট্রাক্টর চালানো যায় না। কৃষকরা অমৃতসর থেকে দিল্লি পর্যন্ত ট্রাক্টর চালিয়েই এসেছেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাস্তা বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আইনজীবী উদয় প্রতাপ সিং জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। আগামী সপ্তাহে মামলাটির ফের শুনানি হবে।

অন্যদিকে, হাইকোর্টের রায়ের পরও বুধবার হাইওয়েতে ট্রাক্টর-ট্রলি নিয়ে মিছিল করতে দৃঢ়প্রতিজ্ঞ কৃষকরা। কৃষক সংগঠনের নেতারা বলেছেন, কৃষকদের আন্দোলনের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আন্দোলন হবেই, এমএসপি আইন চাই। আইন করুক কেন্দ্র, না হলে ট্রাক্টর নিয়েই তাঁরা বুধবার দিল্লিতে ঢুকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen