ওডিআই দলের নতুন ক্যাপ্টেন হবেন আইয়ার? অধিনায়কত্বে বড় বদলের সম্ভাবনা!

সব মিলিয়ে, এশিয়া কাপের পর ভারতীয় ক্রিকেটে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

August 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৬: এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় শ্রেয়াস আইয়ারকে(Shreyas Iyer) নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে শোনা যাচ্ছে বিসিসিআই(BCCI) এই মিডল-অর্ডার ব্যাটারকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, আইয়ারকেই রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে ওডিআই দলে নেতৃত্ব(ODI Captain) দেওয়ার জন্য ভাবা হচ্ছে।

অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে থাকছেন এবং শুভমন গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। তবে ৩০ বছর বয়সি আইয়ার দলে সুযোগ পাননি। যদিও শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি রোডম্যাপে তাঁর জন্য বিশেষ ভূমিকা অপেক্ষা করছে।

এটাও শোনা যাচ্ছে বিসিসিআই এক জন খেলোয়াড়ের কাঁধে তিন ফরম্যাটের অধিনায়কত্ব চাপিয়ে দিতে চাইছে না। সেই কারণে শুভমন গিল টেস্ট ও সম্ভবত ভবিষ্যতে টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাবেন, আর ওডিআই-তে দায়িত্ব আসতে পারে আইয়ারের হাতে।

সূত্রের খবর, অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল যখন ওডিআই সিরিজ খেলবে, তখন থেকেই আইয়ারকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। তবে সেটা নির্ভর করছে রোহিত শর্মার সিদ্ধান্তের ওপর। এশিয়া কাপ শেষে বিসিসিআই রোহিতের সঙ্গে বৈঠক করবে তিনি যদি ওডিআই থেকেও অবসর নেন, তাহলে আইয়ারই হতে পারেন দীর্ঘমেয়াদি অধিনায়ক। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপেও তাঁকে দলের নেতৃত্বে দেখা যেতে পারে।

সব মিলিয়ে, এশিয়া কাপের পর ভারতীয় ক্রিকেটে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই পরিবর্তনের কেন্দ্রে থাকতে পারেন শ্রেয়াস আইয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen