মান্থার প্রভাব কি পড়বে বঙ্গে? জগদ্ধাত্রী পুজোর উদ্বোধানে মমতা, আজ থেকেই শুরু ভারত-অজি T20 যুদ্ধ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ৯.৩০: আজ বুধবার নজর থাকবে কোন কোন খবরে, জেনে নিন বিস্তারিত
মান্থার প্রভাব কি পড়বে বঙ্গে?
অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা। বাংলায় এর প্রভাব পড়বে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন শহরতলিতে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান
আজ অষ্টমী। আজ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে উপস্থিত থাকবেন তিনি। কৃষ্ণনগরের একাধিক জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা। দার্জিলিঙে অনুষ্ঠিত ‘সরস মেলা’রও ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ক্যানবেরায়। এশিয়া কাপ জেতার পর এই প্রথম মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা। খেলা শুরু দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
SIR-র প্রতিবাদে বামেদের বিক্ষোভ
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে SIR-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বাম দলগুলি। বামেদের দাবি, কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি CPI-ML এবং SUCI বিক্ষোভে অংশ নেবে।
ICC মহিলা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
মহিলা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।