টলিউড ছেড়ে এবার কি বলিউডে! মিমির সাহসী পদক্ষেপে বাড়ছে জল্পনা
বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এবং জাতীয় স্তরের পরিচালককে সঙ্গে পাওয়া, সব মিলিয়ে নায়িকার কেরিয়ারের জন্য এটি হতে পারে এক মোড় ঘোরানো মুহূর্ত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪৬: টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। বাংলা ছবির বাইরে এবার তাঁর নাম ঘুরছে বলিউডের করিডরে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ-২ তে মিমির বিকিনি পরা ছবি ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠছে, মিমির এই সাহসী পথচলাই কি হিন্দি ছবির জগতে তাঁর প্রতি নতুন আগ্রহ জাগিয়েছে?
নায়িকা অবশ্য এখনও মুখ খোলেননি। বলিউডে কাজের সম্ভাবনা কিংবা আসন্ন প্রজেক্ট নিয়ে তিনি একেবারে নীরব। কিন্তু টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। জানা গিয়েছে, মিমি সম্প্রতি দেশের প্রথম সারির এক গয়নাপ্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।
পুজোকে সামনে রেখে সেই সংস্থা একটি বিশেষ বিজ্ঞাপনী ছবি তৈরি করতে চলেছে। আরও বড় খবর, সেই ছবির পরিচালনায় থাকবেন ‘পিঙ্ক’ ছবির কাহিনিকার সুজিত সরকার। এই সংযোগ নিঃসন্দেহে বাংলার মিমির কেরিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। তাদের মতে, এই পদক্ষেপই বলিউডে মিমির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করেছে। বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এবং জাতীয় স্তরের পরিচালককে সঙ্গে পাওয়া, সব মিলিয়ে নায়িকার কেরিয়ারের জন্য এটি হতে পারে এক মোড় ঘোরানো মুহূর্ত।
তবে এখনও সবটাই জল্পনা। মিমি চক্রবর্তী নিজে মুখ খুললেই স্পষ্ট হবে, তিনি কি সত্যিই বলিউডের দুনিয়ায় নতুন যাত্রা শুরু করতে চলেছেন, নাকি আপাতত বিজ্ঞাপনী ছবিতেই সীমাবদ্ধ থাকছেন।