আজকেই মাঠে নামবেন নেইমার? কি বলছে ব্রাজিল ফুটবল দল?

৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল অধিনায়ক খেলতে নামতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষায়।

November 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারছবি: রয়টার্স

ব্রাজিল (Brazil) ও নেইমার (Neymar) ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। সার্বিয়ার বিপক্ষে খেলায় গোড়ালিতে চোট পাওয়া তারকা ফরোয়ার্ড দ্রুত সেরে উঠছেন। ব্রাজিল ফুটবল দলের টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, নেইমারের ডান পায়ের গোড়ালির ফোলা অনেকটাই কমে গেছে।

৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল অধিনায়ক খেলতে নামতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষায়। তবে, ৩০বছর বয়সী সুইজারল্যান্ডের (Switzerland) বিপক্ষে আজ রাতে রিসার্ভ বেঞ্চে বসতে চলেছেন, এরকম শোনা যাচ্ছে।

দেখে নিন ব্রাজিলের ফুটবল দল কী বলছে:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen