Nirav Modi: এবার কী বিজেপিকে ফাঁসিয়ে দেবেন নীরব মোদী? ছড়াল জল্পনা

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: যুক্তরাজ্যে কারাবন্দী ভারতের কুখ্যাত হীরে ব্যবসায়ী নীরব মোদী (Nirav Modi) এবার কীসের ইঙ্গিত দিলেন? ব্রিটেনের একটি আদালতে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, “প্রভাবশালীদের” বিরুদ্ধে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হতে চলেছে খুব শীঘ্রই। আগামী মাসে লন্ডনে তার প্রত্যর্পণ মামলার শুনানির সময় তিনি এই সকল তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন নীরব মোদী।

শুক্রবার লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসে তার একটি ঋণ সংক্রান্ত মামলায় জজ সাইমন টিঙ্কলারের এজলাসে হাজির হন মোদী। আট মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) ঋণ নিয়ে এই মামলা। আদালতে তিনি কারাগারে প্রযুক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে মামলাটি স্থগিত করার আবেদন জানালে বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। এই মামলার শুনানি হবে আগামী জানুয়ারি মাসে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাস থেকে লন্ডনের একটি কারাগারে বন্দী রয়েছেন নীরব মোদী। জামিনের জন্য তার একের পর এক আবেদন আদালত প্রত্যাখ্যান করেছে, কারণ তার পালানোর ঝুঁকি রয়েছে বলে মনে করা হয়। সম্প্রতি এই বছরের মে মাসেও তার জামিনের আবেদন খারিজ হয়।

এদিকে, আদালতে তার দেওয়া এই ইঙ্গিত নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্লেষকদের একাংশের ধারণা, নিজেকে ঠিক প্রমাণ করতে তিনি হয়তো বিজেপি ও নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে কিছু গোপন ও সংবেদনশীল তথ্য ফাঁস করে দিতে পারেন। এর মাধ্যমে সরকারের বিভিন্ন দুর্নীতির কেলেঙ্কারির কথা সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে নীরব মোদী ঠিক কী তথ্য দিতে চলেছেন, তা নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। আগামী মাসেই হয়তো এই রহস্যের কিছুটা সমাধান হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen