IND vs SA 3rd T20: ধর্মশালায় বড় রদবদল? সূর্যর একাদশে আজ কি শিকে ছিঁড়বে সঞ্জুর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। রবিবার ধর্মশালায় তৃতীয় ম্যাচে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে থাকার লড়াইয়ে এই ম্যাচ কার্যত ‘টার্নিং পয়েন্ট’। ঘরের মাঠে খেললেও ভারতীয় শিবিরে রয়েছে বেশ কিছু প্রশ্নচিহ্ন।
মুল্লানপুরে হারের পর ভারতীয় দলের প্রথম একাদশে একটিমাত্র বদল আনতে পারেন কোচ গৌতম গম্ভীর। বিশেষ নজর থাকবে ফর্মে না থাকা অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিলের দিকে। দল সূত্রে খবর, আগের ম্যাচে ন’টি ওয়াইড দেওয়ায় অর্শদীপ সিংহের পারফরম্যান্সে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ফলে ধর্মশালার ম্যাচে বাদ পড়ার আশঙ্কা রয়েছে তাঁর।
হিমাচলের এই মাঠ সাধারণত জোরে বোলারদের সাহায্য করে। সেই কথা মাথায় রেখে বোলিং আক্রমণের মূল দায়িত্ব থাকতে পারে জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য ও হর্ষিত রানার উপর। তাঁদের সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকবেন শিবম দুবে। ব্যাটিংয়ে ইনিংস শুরু করতে পারেন অভিষেক শর্মা ও শুভমন গিল। তিন নম্বরে সূর্যকুমার, চার নম্বরে তিলক বর্মা এবং পাঁচে উইকেটরক্ষক জিতেশ শর্মা। নিচের দিকে অক্ষর পটেল ও তিন বিশেষজ্ঞ বোলার।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামের হাতে রয়েছে একাধিক শক্তিশালী পেসার। শিশিরের প্রভাব থাকায় টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে টি-টোয়েন্টিতে হিসেব বদলাতে সময় লাগে না। পাশাপাশি নজর থাকবে অভিষেক শর্মার দিকেও—আর মাত্র ৮৮ রান করলেই তিনি ভেঙে দিতে পারেন বিরাট কোহলির আট বছরের পুরনো রেকর্ড। এমন উত্তেজনার আবহেই ধর্মশালায় অপেক্ষা আরেকটি হাইভোল্টেজ ম্যাচের।