ECI-র সবুজ সঙ্কেতের অপেক্ষা, প্রবীণ ভোটারদের শুনানি কি বাড়িতেই?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার থেকে শুনানির নোটিশ পাঠানোর কাজ শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, শুনানি কীভাবে করা হবে, তা নিয়ে এখনও জাতীয় নির্বাচন কমিশন কোনও নির্দেশ দেয়নি। বয়স্ক মানুষদের শুনানি যাতে বাড়িতে করা যায়, সেই মর্মে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে CEO দপ্তর। জানা গিয়েছে, ৮৫ বছর বা তার ঊর্ধ্বে কোনও ব্যক্তি যদি শুনানির আওতায় পড়েন সেক্ষেত্রে শুনানির জন্য কোথাও যেতে হবে না। জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন মিললে বাড়িতেই শুনানি হবে। অসুস্থ হলেও এই সুবিধা মিলবে, এমন শোনা যাচ্ছে।
করোনাকালীন সময়ে ৮০ ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা করেছিল কমিশন। এবার ৮৫-ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২৩ ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৮৫-ঊর্ধ্ব কোনও ভোটার যদি শুনানির ডাক পান, সেক্ষেত্রে তাঁকে শুনানি গ্রহণ কেন্দ্রে আসতে হবে না। কমিশনের প্রতিনিধিরাই শুনানির ডাক পাওয়া সংশ্লিষ্ট প্রবীণ ভোটারের বাড়ি পৌঁছে যাবেন। জানা যাচ্ছে, BLO এবং ERO সংশ্লিষ্ট ভোটারের বাড়ি সশরীরে উপস্থিত হবেন।
উল্লেখ্য, ২০০২-র তালিকায় যাঁদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার নাম পাওয়া যায়নি অর্থাৎ আনম্যাপড, আপাতত তাঁদের নোটিশ দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুনানি শুরু হচ্ছে না বলেই মত কমিশনের। ম্যাপিং না-হওয়া অর্থাৎ যাঁদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার কোনও হদিশ ২০০২ সালের ভোটার তালিকায় পাওয়া যায়নি এমন ভোটারদের বাড়ি গিয়ে নোটিশ দিতে শুরু করেছেন BLO-রা।