ফি দিনের প্রতিবাদ কি পেটের ভাত জোগাবে? প্রশ্ন নৃত্যশিল্পীর

আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলা।

September 11, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলা। মানুষ নেমেছে মিছিলে, প্রতিবাদে। রোজ প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, যোগ দিয়েছেন সেলিব্রেটিরাও।
স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীদের মতো বেশ কিছু পরিচিত মুখ মিছিলের অগ্রভাগ থাকছেন। বেশ কিছু সেলিব্রেটিকে উদ্দেশ্য করে নানা ট্রোল করা হচ্ছে। অভিনেতা-অভিনেত্রীরা রাস্তায় নামার পাশাপাশি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিভিন্ন আগামী কাজের প্রচার করছেন। তা নিয়েই ক্ষুব্ধ মানুষ। সাধারণ মানুষের একাংশের দাবী, সিনেমার প্রমোশন করার একটা অন্য ধরনের ছক এটা। পাল্টা মুখ খুললেন বিখ্যাত নৃত্যশিল্পী দ্রাবিণ চট্টোপাধ্যায়।

সমাজ মাধ্যমে দ্রাবিণ চট্টোপাধ্যায় লেখেন, “সবাইকে সম্মান জানিয়ে বলছি যিনি, যে,বা যারা আমায় আমার জীবিকা এবং নৃত্য কে বন্ধ রাখতে বলছেন, শুধুমাত্র একমাত্র তাদেরকেই বলছি আপনারা চাকরি ছেড়ে ব্যবসা বন্ধ করে রোজগার ছেড়ে পুজোর সময় আমায় প্রমাণসহ জানান তারপরে বাকিটা আমি উত্তর দেব- yes ! অবশ্যই করে চাকরি ছাড়বেন ব্যবসা বন্ধ করবেন, শপিং,খাওয়া, নেমন্তন্ন বন্ধ করার জন্য আমিও বললাম…চাকরি ছেড়েছেন এখানে স্ক্রিনশট দেবেন…আমি সেই ১৪ তারিখ থেকে মিছিলে গেছি প্রতিবাদ করছি নানাভাবে আর প্রতিবাদ করে যাবো, তার জন্য আমার প্রফেশন বন্ধ রেখে নাচ বন্ধ রেখে দিলেই দোষী আমার কাছে এসে দাঁড়াবে? আমি খাবো কী? আমার সাথে যারা নাচ শেখায় তারা কিভাবে সংসার চালাবে? মানসিক ভারসাম্যহীন, জানিয়ে রাখলাম আমার চ্যানেল আমার ফেসবুক সম্পূর্ণ monetize হীন আমি একটা টাকাও পাই না উল্টে আমি টাকা দিয়ে ভিডিও গুলো করছি, আর একটা যদি কথা শুনি সব স্ক্রিনশট গুলো তুলে এখানে দেবো…অনেকদিন ধরেই সব শিল্পীদের অপমান হচ্ছে। কেন আমাদের পেছনে পড়ে…”

তাঁর মনোভাব স্পষ্ট, প্রতিবাদ প্রতিবাদের জায়গাতেই আছে এবং থাকবে। তবে পাশাপাশি পেট চালাতে রোজগার করার পথ বন্ধ করা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen