বেলাশুরু সহ আরও তিনটি ছবির মুক্তির দিনক্ষণ ঘোষণা উইন্ডোজ প্রোডাকশনের

২০১৫ সালের ব্লকবাস্টার হিট ছবি ছিল ‘বেলাশেষে’। তারপরই শিবু-নন্দিতা জুটি সিদ্ধান্ত নেয় বেলাশেষে সিকুয়েল বানানোর।

November 16, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

১৫ নভেম্বর কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ বার্ষিকী। সোমবার টলিপাড়ার সেলিব্রিটি স্মরণ করলেন তাঁদের প্রিয় ‘সৌমিত্র কাকু’-কে। এবার তাঁর মৃত্যুবার্ষিকীর একদিন পরেই জানা গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ে অন্যতম প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’ (Belashuru)-র রিলিজ ডেট। আগামী বছরের মে মাসের ২০ তারিখে মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি উইন্ডোজ প্রোডাকশন ঘোষণা করেছে তাদের আরও তিনটি ছবির মুক্তির দিনক্ষণ।

২০১৫ সালের ব্লকবাস্টার হিট ছবি ছিল ‘বেলাশেষে’। তারপরই শিবু-নন্দিতা জুটি সিদ্ধান্ত নেয় বেলাশেষে সিকুয়েল বানানোর। শুরু হয় বেলাশুরুর ছবির প্রস্তুতি। এই ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তকে। যদিও ছবির মুখ্য দুই অভিনেতাই আজ প্রয়াত। সব কিছু ঠিকঠাক হয়েও বেশ কয়েকবার পিছিয়েছে বেলাশুরুর মুক্তির তারিখ। তার একটা বড় কারণ ছিল কোভিড। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি খুলেছে সিনেমা হল। তাই এবার একসঙ্গে চারটি ছবির রিলিজ ডেট ঘোষণা করল উইন্ডোজ প্রোডাকশন।

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সোলাঙ্কি রায় (Solanki Roy) অভিনীত ‘বাবা ও বেবি’ (Baba O Baby) ছবিটি প্রথম থেকেই কৌতুহল তৈরি করেছিল দর্শকদের মধ্যে। ‘বাবা ও বেবি’-র গল্পটি ৪০ বছরের কাছাকাছি এক ব্যক্তিকে ঘিরে গাঁথা হয়েছে, যিনি সারোগেসির মাধ্যমে যমজ ছেলের বাবা হয়েছেন। দুই সন্তানকে সামলানোর মাঝেই কীভাবে তিনি প্রেমে পড়েন সেই নিয়েই গল্প। যীশু-সোলাঙ্কি জুটির এই ছবি মুক্তি পাবে ফেব্রুয়ারির ৪ তারিখে। ছবিটির শ্যুটিং শেষ হয়েছিল চলতি বছরের ৯ এপ্রিল। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। এটি অরিত্রর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি।

হামি ছবি-তে ভুটু ও চিনিকে ভালোবেসেছন দর্শক। তারপরই হামি ২ বানানোর সিদ্ধান্ত নেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবার ফের বড় পর্দায় আসতে চলেছে হামি ২ (Hami 2) ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৩-এ ডিসেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen