পুজোয় এক আবীর, রিলিজ দুই ছবি: উইন্ডোজ চুক্তি ঘিরে টলিউডে বিতর্ক

প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর চুক্তি ঘিরে জল্পনার আবহেই এ বার পুজোয় মুক্তি পাচ্ছে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবি- রক্তবীজ ২ এবং যত কাণ্ড কলকাতাতেই।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর চুক্তি ঘিরে জল্পনার আবহেই এ বার পুজোয় মুক্তি পাচ্ছে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবি- রক্তবীজ ২ এবং যত কাণ্ড কলকাতাতেই। এই ডাবল রিলিজকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, উইন্ডোজ-এর পক্ষ থেকে আবীরের সঙ্গে এমন একটি চুক্তি হয়েছিল যে, ২০২৫ সালের দুর্গাপুজোয় তাঁর অন্য কোনও ছবি মুক্তি পাবে না। অথচ ফিরদৌসল হাসান প্রযোজিত এবং অনীক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই মুক্তির সিদ্ধান্তে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ ২ আসলে ২০২৩ সালের হিট ছবি রক্তবীজ-এর সিকুয়েল। অন্যদিকে, অনীক দত্তের ছবির মুক্তির দিনক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই ছবিই পুজোয় মুক্তি পেতে চলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চুক্তির শর্ত ভঙ্গ হল কি না।

আবীর অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুক্তির দিনক্ষণ ঠিক করা অভিনেতার হাতে নয়। তাঁর কথায়, “একজন অভিনেতা সিদ্ধান্ত নিতে পারেন না, ছবি কবে মুক্তি পাবে। প্রযোজকের সিদ্ধান্তেই সবকিছু হয়। ডাবিং-এর সময়েও বলেছিলাম, ২০২৫-এর পুজোয় রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে। একই সময়ে অন্য ছবি মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে।”

প্রচারের প্রসঙ্গেও দ্বিধা প্রকাশ করেছেন আবীর। সাধারণত প্রচারে তিনি খুব সক্রিয় নন। এ বার একসঙ্গে দুই ছবির প্রচারে কীভাবে অংশ নেবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আবীরের মতে, “যত কাণ্ড কলকাতাতেই নিজগুণেই সফল হওয়ার মতো। পুজোয় মুক্তি না দিলেও হত।”

এছাড়া খবর রটেছে, গত বছর তাঁর অনুরোধেই যত কাণ্ড কলকাতাতেই মুক্তি পায়নি, কারণ তখন উইন্ডোজ-এর আরেকটি ছবি বহুরূপী চলছিল। এ প্রসঙ্গে আবীরের পাল্টা প্রশ্ন, “ছবিটা কি তখন তৈরি হয়ে গিয়েছিল? তা হলে আমাকে ২০২৫-এর জুনে ডাবিং করতে হল কেন?”

সব শেষে অভিনেতার স্পষ্ট মন্তব্য, ছবিমুক্তির সিদ্ধান্ত সর্বদা প্রযোজকের। কোনও অভিনেতার অনুরোধ বা মতামতের ভিত্তিতে মুক্তির তারিখ নির্ধারিত হতে পারে না।

সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবি একই সঙ্গে মুক্তি পাওয়ায় দর্শক ভাগ হবে কি না, সেই প্রশ্নে ইতিমধ্যেই জমে উঠেছে টলিউডের অন্দরমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen