এক নজরে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা

শেষ হয়ে গেল ৭৫তম কান চলচ্চিত্র উৎসব।

May 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: EV Flow Cytometry

শেষ হয়ে গেল ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। দেশ বিদেশের নানা ছবির সম্ভারে সমৃদ্ধ এই উৎসবে পুরস্কৃত করা হল সেরার সেরা ছবিগুলিকে। শনিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত হয়েছিল সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই পুরস্কৃত করা হয় বিজয়ীদের।

এক নজরে দেখে নিন এবারের বিয়য়ই তালিকা:

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেল অস্টলান্ড, সুইডেন)

গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)

সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)

সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)

সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)

সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)

জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)

কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)

ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)

ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)

স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লুলাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen