উত্তর-দক্ষিণে শীতের দাপট, কুয়াশার সতর্কতা জারি গোটা রাজ্যে

December 28, 2025 | < 1 min read

 

ছবি সৌজন্যে: bengali.abplive.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: বর্ষ শেষের মুখে বাংলাজুড়ে শীত যেন পুরোপুরি নিজের জায়গা পাকা করে নিয়েছে। সকাল-সন্ধ্যা কনকনে ঠান্ডা, সঙ্গে কুয়াশার চাদর—নতুন বছরের আগের ক’টা দিনেই শীতের দাপট স্পষ্ট রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ছিল চলতি মরশুমের সবচেয়ে ঠান্ডা সকাল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় কম। শুধু কলকাতা নয়, উত্তর থেকে দক্ষিণ—সব জেলাতেই ঠান্ডার প্রভাব চোখে পড়ার মতো।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ ৭ থেকে ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, কোথাও কোথাও তা ৮ ডিগ্রির কাছাকাছি নেমেছে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে, ১ জানুয়ারি থেকেই কলকাতার পারদ ১৫ ডিগ্রির ঘরে ঢোকার সম্ভাবনা।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে বেশিরভাগ জেলায়। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দৃশ্যমানতা কমে ২০০ মিটারের নীচে নামারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েক দিন সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সব মিলিয়ে, বছরের শেষটা শীতের আমেজেই কাটলেও নতুন বছরের শুরুতে স্বস্তি মিলতে পারে বাংলাবাসীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen