শীতের সুযোগে নাশকতার ছক? জম্মু জুড়ে অন্তত ৩০ পাক জঙ্গির খোঁজে শুরু অভিযান

December 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪৫: শীতের তীব্রতা বাড়তেই জম্মু ও কাশ্মীর জুড়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। গোয়েন্দা সূত্রের খবর, উপত্যকার বিভিন্ন দুর্গম অঞ্চলে বর্তমানে অন্তত ৩০ জনের বেশি পাকিস্তান-সমর্থিত জঙ্গি আত্মগোপন করে রয়েছে। প্রবল ঠান্ডা ও বরফে ঢাকা পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতার ছক কষার আশঙ্কা করছে নিরাপত্তা সংস্থাগুলি।

এই তথ্য সামনে আসার পরই বড়সড় যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। যেসব এলাকায় শীতকালে সাধারণত নজরদারি কিছুটা শিথিল থাকে, সেখানেও এবার বাড়ানো হয়েছে তল্লাশি। হিমাঙ্কের নীচে তাপমাত্রা নামলেও জঙ্গিদের গতিবিধির উপর কড়া নজর রাখছে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ।

গোয়েন্দাদের অনুমান, কিশ্তওয়ার ও ডোডা জেলার মাঝারি ও উঁচু পাহাড়ি এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে, যেখানে সাধারণ মানুষের বসবাস তুলনামূলক কম। বিশেষ করে ৪০ দিনের ‘চিল্লাই কালান’-এর সময় নজরদারির ফাঁক গলে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে তারা।

এই পরিস্থিতিতে শীতকালীন অভিযানে প্রশিক্ষিত বিশেষ ইউনিট নামানো হয়েছে। বরফাচ্ছন্ন এলাকায় নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে উন্নত ড্রোন ও সেন্সর। সেনা কর্তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে জঙ্গিদের এমন অবস্থায় ঠেলে দেওয়া হবে, যেখানে লুকিয়ে থাকা বা রসদ জোগাড় করা প্রায় অসম্ভব হবে।

নিরাপত্তা বাহিনীর স্পষ্ট বার্তা—শীতের আড়ালে জঙ্গি কার্যকলাপ চালানোর সুযোগ আর দেওয়া হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen