Weather Forecast: শীতের ঝোড়ো ব্যাটিং চলেছে, তাপমাত্রা আরও কমবে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: পাহাড় থেকে সমতল—জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। শীত যে ঝোড়ো ব্যাটিং করতে চলেছে, বড়দিনেই তার আঁচ পাওয়া গিয়েছিল। কলকাতার তাপমাত্রা নিম্নগামী। রাজ্যের নানা প্রান্তে উত্তুরে হাওয়ার দাপট হাড় কাঁপাতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, ২৬ ডিসেম্বর মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায়। পারদ নেমেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২–৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
রাজ্যজুড়ে এখন শুষ্ক আবহাওয়া রয়েছে। তাই উত্তুরে হাওয়া অনায়াসে প্রবেশ করতে পারছে রাজ্যের সব জেলাতেই। যার ফলে উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমে যাচ্ছে তাপমাত্রা। আর এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলেই মনে করা হচ্ছে। আসলে বারবারই শীতের তাল কেটে দেয় কোনও নিম্নচাপ বা ঝঞ্ঝা। তবে বর্তমানে এমন কিছুই নেই। সেই কারণেই উত্তুরে হাওয়ার এমন দাপট চলছে বাংলায়। হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী। আর আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কিছু দিন স্থায়ী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা তো কমবেই, পাশাপাশি নেমে যাবে দিনের বেলার পারদও।
২৭ ডিসেম্বর, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমে যাওযার ধারা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার সহজ অর্থ হল, শনিবারও ভালই শীতের আমেজ উপভোগ করা যাবে। যদিও রবিবার আবহাওয়ার মতিগতি সামান্য বদলাতে পারে। এই সময় শীত হয়তো কমবে না। তবে যেভাবে তাপমাত্রা কমার ধারা বজায় ছিল, সেটা নাও থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তাপমাত্রা বাড়বেও না।