বিনা অ্যাপয়েন্টমেন্টে সলিসিটর জেনারেলের বাসভবনে ঢোকা যায় না, প্রমাণ করলেন কুনাল

এই ঘটনায় রাজনৈতিক তরজা জারি রয়েছে।

July 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লীতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে ঢোকার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন বিনা অ্যাপয়েন্টমেন্টে তিনি সলিসিটর জেনারেলের (Solicitor General) বাসভবনে পৌঁছে যান। অবশ্য তাঁকে তুষার মেহতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা ঢুকতে দেননি। পরে তিনি কিছু কাগজ রক্ষীর হাতে তুলে দিয়ে চলে যান সেখান থেকে।

উল্লেখ্য, কিছুদিন আগেই তুষার মেহতার বাড়িতে গিয়েছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও তুষার মেহতা (Tushar Mehta) এবং শুভেন্দু দুই জনেই পরে জানান যে তাঁরা দেখা করেননি। তবে এই ঘটনায় রাজনৈতিক তরজা জারি রয়েছে। কারণ শুভেন্দুবাবু নিজে নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত। এবং সেই মামলার তদন্ত করছে সিবিআই। এদিকে তুষার মেহতা সলিসিটর জেনারেল হিসেবে সিবিআই-এর আইনজীবী।

ইতিমধ্যেই তৃণমূলের তরফে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছে যাতে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতা অপসারণ করা হয়। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানিয়েছেন। কুণাল ঘোষও প্রথম থেকে এই ঘটনায় শুভেন্দু এবং তুষার মেহতাকে তোপ দেগে আসছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen