মর্মান্তিক! ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসব করানোর চেষ্টা স্বামীর, মৃত্যু হল স্ত্রীর

অতিরিক্ত রক্তক্ষরণে ২৭ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে

August 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউটিউবে সব সমস্যার সমাধান। এই ভাবনা যে কখনও কখনও বড় বিপদ ডেকে আনতে পারে, তা ফের একবার প্রমানিত হল। স্ত্রী প্রসবব্যথায় কাতর। জরুরি ভিত্তিতে হাসপাতালে না নিয়ে ইউটিউবে ভিডিও দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেন স্বামী। আর এতে নবজাতকের জন্ম হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ২৭ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে।

মৃত মহিলার নাম এম লগনায়কি। তিনি গৃহকর্মী ছিলেন। নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ওই মহিলার প্রতিবেশীরা পুলিশকে ঘটনাটি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করেছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen