বাংলাদেশ থেকে বিবাহসূত্রে বারাকপুরে, SIR আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০:পানিহাটি (Panihati) ও বীরভূমের (Birbhum) পর এবার বারাকপুরে (Barrackpore) এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ।
বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ৩৩ বছর বয়সি কাকলি সরকার (Kakoli Sarkar)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডের মনসা মন্দির এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাকলি সরকার ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ (Nababganj, Bangladesh) থেকে বিবাহসূত্রে ভারতে আসেন। তাঁর স্বামী সবুজ সরকার (Sabuj Sarkar), দুই সন্তানসহ পরিবারে শ্বশুর-ভাসুর রয়েছেন। বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল বলে দাবি পরিবারের।
মৃতার শাশুড়ি জানিয়েছেন, কাকলি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলতেন। সম্প্রতি রাজ্যে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর আশঙ্কা ছিল, এনআরসি (NRC) বা ভোটার তালিকা (Voter List) সংশোধনের জেরে তাঁর নাগরিকত্ব (Citizenship) নিয়ে সমস্যা হতে পারে।
পরিবারের দাবি, কাকলি তাঁর স্বামীকে বাংলাদেশে (Bangladesh) নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। সবুজ সরকার জানিয়েছিলেন, ঝামেলা মিটে গেলে নিয়ে যাবেন। কিন্তু কাকলি তা মানতে রাজি ছিলেন না।
বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গায়ে আগুন দেন কাকলি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনার পর স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার এবং ভাসুর শান্তি সরকারকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা পরিবারের দাবি খতিয়ে দেখলেও অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
স্থানীয় কাউন্সিলর জানান, তাঁর এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি গিয়েছিলাম। তবে এসআইআর (SIR) বা এনআরসি (NRC) নিয়ে কোনও কথা হয়নি। পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই একাধিক আত্মহত্যার ঘটনার নেপথ্যে বিজেপির (BJP) ‘ভয়ের রাজনীতি’কে দায়ী করেছেন।