কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি মহিলাকর্মী

পূর্ণীমার কথা বলা শেষ হতেই হাততালি দিতে শুরু করেন উপস্থিত অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা। গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।

July 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এক বিজেপি মহিলাকর্মী। শুক্রবার ঘটনাটি ঘটেছে বোলপুরে।

এদিন বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে উজ্জ্বলা যোজনা একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। এই অনুষ্ঠানে পূর্ণিমা হাজরা নামে এক মহিলা বিজেপি কর্মী কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘গ্যাসর এত দামে আমরা নাজেহাল!’’ উজ্জবলার গ্যাস নিয়েও রেহাই মিলছে না জানিয়ে রামেশ্বরের কাছে পূর্ণিমা হাজরা নামে ‍ওই বিজেপি কর্মীর আবেদন, ‘‘দাম একটু কমালে ভাল হয়।’’ পূর্ণীমার কথা বলা শেষ হতেই হাততালি দিতে শুরু করেন উপস্থিত অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা। গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।

এর পর নিজেকে কিছুটা সামলে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্যই দেশের বাজারে পেট্রল-ডিজেল আর গ্যাসের দাম বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen