ডবল ইঞ্জিন ত্রিপুরায় মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার, BJP বিধায়কদের সঙ্গীদের বিরুদ্ধে উঠছে অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: শনিবার, ত্রিপুরার (Tripura) গোমতী জেলায় এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতার স্বামীর অভিযোগ, স্থানীয় বিজেপি (BJP) বিধায়কের সহযোগীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী। তারপর অপমানে আত্মহত্যা করেছেন ওই মহিলা। জানা যাচ্ছে, অভিযোগকারী এবং তাঁর মৃতা স্ত্রী, দুজনেই বিজেপি সদস্য। এই ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগে এক পুলিশ আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর আক্রমণ, যৌন হেনস্তার অভিযোগ বেড়েই চলেছে। বিজেপি শাসিত ত্রিপুরার কাকরাবান থানা এলাকার মির্জায় শনিবার সকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়। পরে আত্মহত্যায় প্ররোচনার মামলাও দায়ের করা হয়েছে।
মহিলার স্বামী অভিযোগ করেন, শুক্রবার রাতে কাকরাবান-শালগড়ের বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র মজুমদারের ভাগ্নে মান্না মজুমদার সহ তিন ব্যক্তি তাঁকে এবং তাঁর স্ত্রীকে লাঞ্ছনা করেন। তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। তাঁরা বাড়ি ফিরে আসেন। অভিযোগ, থানা থেকে ফেরার সময় অভিযুক্তরা ওই দম্পতিকে ধাওয়া করে। শনিবার সকালে তাঁর স্ত্রীর আধপোড়া দেহ পাশের রাস্তায় পাওয়া যায়। মান্না মজুমদার এবং তার দুই সঙ্গীকে স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী করছেন মৃতার স্বামী। পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর।