বইমেলায় মহিলা কমিশনের স্টলে জমা পড়ল ৩০টি অভিযোগ

কমিশনের স্টলে অভিযোগ জানানোর ফর্মগুলি রাখা হয়েছিল যাতে বইমেলায় আসা কোনও মহিলা প্রয়োজনে অভিযোগ জানাতে পারেন।

February 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঘরে-বাইরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন মহিলারা। কেউ অভিযোগ জানান। কেউ সেটুকুও করতে পারেন না। তাই কলকাতা বইমেলায় এবার মহিলাদের অভিযোগ জানানোর ব্যবস্থা রেখেছিল রাজ্য মহিলা কমিশন।

সদ্য শেষ হওয়া কলকাতা বই মেলায় রাজ্য মহিলা কমিশনের স্টলে গার্হস্থ্য নির্যাতন এবং মহিলাদের উপর অপরাধ সম্পর্কিত প্রায় ৩০টি অভিযোগ জমা পড়েছে বলে, কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের স্টলে অভিযোগ জানানোর ফর্মগুলি রাখা হয়েছিল যাতে বইমেলায় আসা কোনও মহিলা প্রয়োজনে অভিযোগ জানাতে পারেন।

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বইমেলার স্টলে গার্হস্থ্য নির্যাতনের পাশাপাশি মহিলাদের উপর শারীরিক এবং মানসিক উভয় ধরনের প্রায় ৩০টি অভিযোগ পাওয়া গেছে। কমিশনের তরফে অভিযোগগুলির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen