লক্ষ্মীলাভ! ১০০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী এইসব মেলায় তাদের তৈরি করা নানা সামগ্রী বিক্রি করেছে।

May 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪-২৫ সালে মেলায় সামগ্রী বিক্রি থেকে সরকারি স্টলে জিনিস সরবরাহ— সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মহিলাদের। পঞ্চায়েত দপ্তর হিসাব করে এমনই তথ্য পেয়েছে।

এর মধ্যে জেলা ও ভিন রাজ্যে মেলায় অংশগ্রহণ করে সব থেকে বেশি রোজগার হয়েছে এই মহিলাদের। জানা গিয়েছে, কাঁথা স্টিচ, তাঁতের শাড়ি সহ বিভিন্ন পোশাক যেমন ক্রেতাদের চাহিদার তালিকায় ছিল তেমনই খাবারের মধ্যে গুড়, তুলাই পাঞ্জি চাল প্রভৃতি ভালো বিক্রি হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী এইসব মেলায় তাদের তৈরি করা নানা সামগ্রী বিক্রি করেছে। তার থেকেই প্রায় ৬৮ কোটি টাকা রোজগার করেছেন মহিলারা।

সাফল্যের এই আবর্তে নতুন করে আরও এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন এসএইচজি তৈরি করার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে আদিবাসী অধ্যুষিত, পাহাড়ি এবং সুন্দরবন এলাকায়। বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে তৈরি হবে সম্ভাব্য নতুন গোষ্ঠীর তালিকা বলেই সূত্রের খবর। ইতিমধ্যে, নতুন এসএইচজি গোষ্ঠী তৈরির কাজ পঞ্চায়েত দপ্তর শুরু করেছে বলেই সূত্রের খবর। এছাড়াও, ২০০টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার তৈরিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যার মাধ্যমে একটি গোষ্ঠীর জন্য উন্নতমানের যন্ত্রাংশ, প্রশিক্ষণ, পণ্য বাজারজাত করার সহযোগিতা প্রদান করবে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen