নামখানায় নদীবাঁধের ভাঙন রুখতে তালের বীজ রোপণ করলেন মহিলারা

নদীবাঁধ রক্ষা করতে বিভিন্ন এলাকায় প্রায় দু’হাজার তালের বীজ রোপণ করলেন তাঁরা।

September 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঝে মধ্যে সরকারি উদ্যোগে নদীর পাড় বাঁধা হলেও অধিকাংশ সময়ই তা স্থায়ী হয় না। অথচ, প্রাকৃতিক ভাবে এবং অনেক কম খরচে স্থায়ী ভাবে নদী ভাঙন রোধ সম্ভব।

সেই পথেই হাঁটলেন নামখানার মহিলারা। প্রতি বছর নামখানার বিভিন্ন নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এই ব্লকের পাতিবুনিয়া, বুধাখালি, দ্বরিকনগর সহ বিভিন্ন জায়গায় কংক্রিটের স্থায়ী নদীবাঁধ তৈরি হলেও এখনও পর্যন্ত মদনগঞ্জ, দেবনগর, ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বেহাল অবস্থায় রয়েছে নদীবাঁধ। প্রতি বছর বর্ষায় বাঁধের আপৎকালীন মেরামতির কাজ করা হয়। কিন্তু তাতে সুরাহা হয় না। এর জেরে নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি। নষ্ট হয়েছে বহু পানের বরোজ। বাঁধ ভাঙতে ভাঙতে সংকীর্ণ হয়েছে বহু গ্রাম।

তাই নামখানায় ভাঙন রুখতে এবার মাঠে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নদীবাঁধ রক্ষা করতে বিভিন্ন এলাকায় প্রায় দু’হাজার তালের বীজ রোপণ করলেন তাঁরা। এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক মহিলা। তাঁদের দাবি, তালের বীজ মাটি ধরে রাখতে সক্ষম হবে এবং অতিরিক্ত বৃষ্টি বা জমা জলে ভাঙন হবে না। প্রশাসনের উপর নির্ভর না করে এলাকার মহিলারাই হাতে কোদাল, শাবল তুলে নিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen