বইমেলায় নির্যাতনের শিকার? অভিযোগ জানান মহিলা কমিশনের স্টলে

জানা যাচ্ছে, মহিলা কমিশনের স্টলে প্রতিদিনই মহিলাদের অধিকার, সুরক্ষা ও কল্যাণমূলক বিষয়ে একাধিক সচেতনতামূলক কর্মসূচি থাকবে

January 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার কলকাতা বইমেলাতেও যেকোনও সমস্যায় মহিলারা অভিযোগ জানাতে পারবেন। মহিলা কমিশনের স্টলে গিয়ে অভিযোগ জানাতে পারবেন মেয়েরা। বুধবার সাংবাদিক বৈঠক করেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনিই জানান, মহিলারা কোনও সমস্যায় পড়লে মহিলা কমিশনের স্টলে অভিযোগ জানাতে পারবেন। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার বইমেলায় স্টল দিচ্ছে মহিলা কমিশন।

মহিলা কমিশনের স্টল নম্বর ১৯৩। জানা যাচ্ছে, মহিলা কমিশনের স্টলে প্রতিদিনই মহিলাদের অধিকার, সুরক্ষা ও কল্যাণমূলক বিষয়ে একাধিক সচেতনতামূলক কর্মসূচি থাকবে। বর্ধমান সংশোধনাগার থেকে বন্দিরা এসে অনুষ্ঠান করবেন। এবার বইমেলায় মহিলা কমিশনের তরফে নারী ও পুরুষ মিলিয়ে ৮-১০ জনকে সম্মানিত করা হবে বলেও জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen