মেয়েদের ইউরো কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ট্রাইবেকারে হার স্পেনের

ফের ইউরো সেরা ইংল্যান্ড! স্পেনকে(Spain) টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপ ২০২৫ জিতে নিল ইংল্যান্ডের(England) মেয়েরা।

July 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Women's Euro Cup champion England
Women’s Euro Cup champion England

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৪: ফের ইউরো সেরা ইংল্যান্ড (Women’s Euro 2025)! স্পেনকে(Spain) টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপ ২০২৫ জিতে নিল ইংল্যান্ডের(England) মেয়েরা। সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্ক মাঠে জয় পায়ে সেরার ট্রফি ঘরে তুললো ইংল্যান্ড।

ম্যাচের নির্ধারিত সময় খেলার ফলাফল না আসায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। স্পেনের তারকা মহিলা ফুটবলার বোনমাতি সহ তিনজন ট্রাইবেকারে গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে নিয়াম চার্লস, অ্যালেক্স গ্রিনউড, আর ক্লোয়ি কেলিরা ট্রাইবেকারে গোল করতে’ভুল করেননি।

ইংল্যান্ডের এই জয়ের নেপথ্যে ছিলেন কোচ সেরিনা ভিগম্যান। ২০১৭-তে নেদারল্যান্ডস, ২০২২-এ ইংল্যান্ডের হয়ে ইউরো জিতে এবার নিজের কোচিং ক্যারিয়ারের তৃতীয় ইউরো ট্রফি জিতলেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা ম্যাচে শুরু থেকে জিততেই মাঠে নেমেছিলাম। মেয়েরা সেটাই করে দেখিয়েছে।”

কিন্তু জয়ের রাস্তা মোটেই এতটা সহজ ছিল না। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারতে হয়েছিল ইংল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছেও ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে সেখান থেকেও ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। সেমিতেও সেই এক ছবি।

ফাইনালে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন মারিওনা কালদেন্তে, ৪২ মিনিটে ওনা বাতিয়ের ক্রস থেকে হেডে গোল করেন তিনি। ফাইনালে স্পেন বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকলেও একাধিক সুযোগ নষ্ট করে তাঁরা । ৫৭ মিনিটে ক্লোয়ির অ্যাসিস্টে আলেসিয়া রুসোর গোল ম্যাচে ফেরে ইংল্যান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen