‘মহিলাদের কাজ সন্তান উৎপাদন’, কেরলের পঞ্চায়েত ভোট জেতা CPI(M) প্রার্থীর নারীবিদ্বেষী মন্তব্যে তুঙ্গে বিতর্ক

December 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪১:  হারতে হারতে কোনওক্রমে জিতেই বিস্ফোরক মন্তব্য! মাত্র ৪৭ ভোটে জয়ী হন কেরলের মলপ্পুরমের থেন্নেলা পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সৈয়দ আলি মজিদ। বিজয় মিছিলে হঠাৎই ভাষণ দিতে আরম্ভ করেন। তাঁর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠল।

মজিদের বিরুদ্ধে এক মহিলা প্রার্থী ছিলেন। তাঁকেই কটাক্ষ করতে গিয়ে সিপিআইএম প্রার্থীর মন্তব্য, ‘‘মহিলারা কাজ কেবল স্বামীর শয্যায়। তাঁরা প্রকাশ্যে শুতে পারেন না।’’ রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করতে গিয়ে একের পর এক নারীবিদ্বেষী মন্তব্য করেন ওই সিপিআইএম প্রার্থী।

মজিদ বলেন, তাঁর দলেও বহু বিবাহিতা মহিলা আছেন। সকলের সংসার আছে। সিপিআইএম ভোটে জেতার জন্য মহিলাদের ব্যবহার করে না। প্রতিদ্বন্দ্বীরা সেটা করেছেন। সিপিআইএম প্রার্থীর হুঙ্কার, ‘’আমাদের বাড়িতেও বিবাহিত মহিলারা আছেন। একটি ভোট পেতে বা একটি ওয়ার্ডে জয়লাভের জন্য অন্য পুরুষদের সামনে তাঁদের দাঁড় করানো হয় না। ঠিক এই কারণেই বিয়ের আগে পারিবারিক ঐতিহ্য যাচাই করে নেওয়া হয়। আমাদের বাড়ির মহিলাদের বিয়ে হয়েছে, সন্তানদেরও বিয়ে হয়েছে। মহিলাদের কাজ স্বামীর শয্যায় এবং সন্তান উৎপাদনে।’’

উল্লেখ্য, দলের এরিয়া কমিটির সম্পাদক ছিলেন মজিদ। ভোটে লড়তে নেমে দলীয় পদ থেকে ইস্তফা দেন। ৬৬৬টি ভোট পেয়ে ৪৭ ভোটে আইইউএমএল প্রার্থীকে পরাজিত করেন। তার পরই এহেন বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর এমন মন্তব্যের প্রেক্ষিতে এখনও কোনও পদক্ষেপ করেনি দলীয় নেতৃত্ব। এমনকী কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen