বেতনের দাবিতে বঙ্গ BJP-র সভাপতির গাড়ি আটকে তুমুল বিক্ষোভ শ্রমিকদের, ঘটনাস্থলে এল ব়্যাফ

September 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: হাওড়ার দাসনগরে বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিলে বন্ধ বেতন। তার প্রতিবাদেই শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচি। এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে বিক্ষোভের জেরে। বিশাল পুলিশবাহিনী ও পরে ব়্যাফ নামানো হয় পরিস্থিতি সামাল দিতে।

আরতি কটন মিল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারিতে শেষবার বেতন পান তাঁরা। ফেব্রুয়ারি থেকে বেতন বন্ধ। রুজিরুটিতে টান পড়েছে। কর্তৃপক্ষকে বার বার জানিয়েও লাভ হয়নি। উৎসবের মরশুমে বেতন না-পাওয়ায় দিশাহারা পরিস্থিতি তাঁদের। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে শমীককে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শমীক ভট্টাচার্য নরেন্দ্র কাপের উদ্বোধন করতে যাচ্ছিলেন।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ব়্যাফ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি জানান, সম্প্রতি কটন মিলের কর্মীরা তাঁর কাছে গিয়ে সমস্যা সমাধানের দাবি জানান। এদিন পথে নেমে বিক্ষোভে সামিল হন বিধায়ক। তাঁর দাবি, “আমরা চাই আগে কটন মিলে বেতন হোক। উৎপাদন স্বাভাবিক হোক। তা না করে খেলা হোক, সেটা চাই না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen