কেন্দ্রের NDA সরকারের বিরুদ্ধে এক সপ্তাহজুড়ে আন্দোলন চালালেন শ্রমিকেরা

February 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
কেন্দ্রের NDA সরকারের বিরুদ্ধে এক সপ্তাহজুড়ে আন্দোলন চালালেন শ্রমিকেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারটি শ্রম কোড চালু করার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার, এই চার শ্রম কোড আদপে শ্রমিক বিরোধী। কেন্দ্রের এহেন পদক্ষেপের বিরুদ্ধে সপ্তাহব্যাপী আন্দোলনে নামলেন শ্রমিকরা।

১১ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্দোলন রবিবার অবধি চলেছে। সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসির পক্ষ থেকে চটকল এবং শিল্পাঞ্চলে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) কেন্দ্রীয় অছি পরিষদের প্রাক্তন সদস্য দিলীপ ভট্টাচার্য জানান, শ্রমিক ও বয়স্ক নাগরিকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি বঞ্চনা করছে। পিএফে এক হাজার টাকা ন্যূনতম পেনশনের অঙ্ক তারা দীর্ঘ আন্দোলনের পরও বাড়ায়নি। যা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। দাবি ছিল, নূন্যতম পেনশন মাসিক ন’হাজার টাকা করা হোক। ডিএ দেওয়ার ক্ষেত্রে যে মূল্যসূচক প্রকাশ করে তারা, সময়মতো তা প্রকাশ করতেও তাদের অনীহা।

কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি রয়েছে চটকল শ্রমিকদের অপ্রাপ্তি। ত্রিপাক্ষিক চুক্তির পরও এক বছরেরও বেশি সময় ধরে স্থায়ীকরণের দাবি মানছে না মালিক পক্ষ। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মীদের গ্র্যাচুইটির টাকা মিলছে না। কর্মীদের সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগ উঠছে। প্রতিবাদে সপ্তাহজুড়ে আন্দোলনে শামিল হয়েছেন শ্রমিকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen