World Championship Badminton: ১৭ বছর পর ফের ভারতে ব্যাডমিন্টনের মহাযজ্ঞ

শেষবার ২০০৯ সালে হায়দ্রাবাদ এই বিশ্ব প্রতিযোগিতার সাক্ষী হয়েছিল।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ভারতের ব্যাডমিন্টনপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রায় সতেরো বছর পর আবারও দেশের মাটিতে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ২০২৬ সালের আগস্টে নয়াদিল্লি আয়োজন করবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।

শেষবার ২০০৯ সালে হায়দ্রাবাদ এই বিশ্ব প্রতিযোগিতার সাক্ষী হয়েছিল। দীর্ঘ বিরতির পর ফের ভারতের হাতে ফিরল আয়োজনের দায়িত্ব। সোমবার প্যারিসে চলতি আসরের সমাপ্তি অনুষ্ঠানে বিডাব্লুএফ প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দিল্লিকে নতুন আয়োজক শহর হিসেবে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্রও।

আয়োজক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস স্পষ্ট। সঞ্জয় মিশ্র বলেন, “আমরা চাই এই টুর্নামেন্টকে স্মরণীয় করে তুলতে। প্যারিসের মতোই নিখুঁত ও বর্ণাঢ্য আয়োজন ভারতও করতে প্রস্তুত। দিল্লি বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানাতে তৈরি।”

ভারতীয় ব্যাডমিন্টনের সাম্প্রতিক সাফল্য এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যার মধ্যে পাঁচটিই পিভি সিন্ধুর একার অর্জন। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর দেশের তরুণ প্রজন্মের জন্য দর্শকদের সামনে পরিচিত পরিবেশে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করার এক অমূল্য সুযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen