টাই ব্রেকারে জিতে স্বপ্ন ছুঁলেন মেসি, বিশ্বজয়ী আর্জেন্টিনা

খেলা গোড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মেসির পা থেকে জোড়া গোল দেখল কাতার। অন্যদিকে, এমবাপে হ্যাট্রিক করেন। খেলা পৌঁছয় পেনাল্টি শুট আউটে।

December 18, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

রুদ্ধশ্বাস ফাইনাল। দুর্ধর্ষ ফাইনাল ম্যাচের অবসান হল টাইব্রেকারে। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে গেল আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ের খেলায় আর্জেন্টিনা, ফ্রান্স দুই দলই দুটি করে গোল করে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মেসির পা থেকে জোড়া গোল দেখল কাতার। অন্যদিকে, এমবাপে হ্যাট্রিক করেন। খেলা পৌঁছয় পেনাল্টি শুট আউটে। শেষে শুট আউটে ৪-২ ব্যবধানে জিতে স্বপ্ন ছুঁলেন লিও মেসি।

আজ প্রথমার্ধে আর্জেন্টিনা দুরন্ত ফুটবল খেলে। প্রথমার্ধে এমবাপে ও গ্রিজম্যানকে রুখে দিয়েছিল মেসি বাহিনী। প্রথমার্ধে জোড়া গোল হজম করে দেশ-এর ছেলে। প্রথমার্ধে মেসির পাশাপাশি দি মারিয়ার পা থেকে গোল আসে। ফাইনালে নেমেই গোল পেলেন তিনি। দি মারিয়াকে বক্সের মধ্যে ফাউল করেন ওসমান দেম্বেলে। পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল জালে জড়িয়ে দেন মেসি। আর্জেন্টিনার দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। মেস বাড়ানো বলে রদ্রিগো দি পল পাস দেন অ্যালভারেজকে। মাঠের বাম প্রান্ত ধরে উঠছিলেন দি মারিয়া। অ্যালভারেজের থেকে বল পেয়েই বল জড়িয়ে দেন দি মারিয়া।

দ্বিতীয়ার্ধের খেলায় দুরন্ত প্রত্যাবর্তন করে ফ্রান্স। এমবাপের জোড়া গোলে খেলায় ফেরে ফ্রান্স। বক্সের মধ্যে ওটামেন্ডি ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। গোল করেন এমবাপে। পরের মিনিটেই ডান পায়ের দুরন্ত শটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন এমবাপে। অতিরিক্ত সময়েও হাড্ডাহাড্ডি খেলা চলতে থাকে। অতিরিক্ত সময়ের খেলায় দ্বিতীয়ার্ধে গোল করেন মেসি। লাউতারো মার্তিনেসের শট লরিসের কাছে আটকে ফিরলে, ফিরতি বলে গোল করেন মেসি। শেষ লগ্নে মন্তিয়েল বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ফ্রান্স। নিজের তিন নম্বর গোল করে হ্যাট্রিক করেন এমবাপে। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে অনবদ্য মার্টিনেজ। ৪-২ ফলাফলে ফাইনাল জিতে মরুদেশে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা পূরণ হল, মেসি নিজের স্বপ্ন ছুঁয়ে ছাড়লেন নীল-সাদা জার্সি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen