আজ সব বিতর্কের জবাব দিতে ইডেনে খেলতে নামবে পাকিস্তান ও বাংলাদেশ

বর্তমানে পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তারা ৬টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে।

October 31, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, ৩১ অক্টোবর ইডেন গার্ডেনে চলতি ক্রিকেট বিশ্বকাপের ৩১তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। বর্তমানে পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তারা ৬টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে।

অন্যদিকে, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি জেতার পর হেরেছে টানা ৫ ম্যাচ। গত শনিবার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের পর তুমল সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসানদের। ফলে খুব স্বাভাবিকভাবেই আজ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে সাকিবের দল। সোমবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘লক্ষ্য হচ্ছে আগামীকালের ম্যাচ খেলা এবং জেতার চেষ্টা করা। নিজেদের সেরাটা দিয়ে ২ পয়েন্ট অর্জন করা। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এদিকে পাকিস্তান দলটি এখন নানাবিধ বিতর্কে জর্জরিত। সোমবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজমাম-উল-হক। একই সঙ্গে জুনিয়র নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছেন। ইনজামামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেটের অন্দরে কি গভীর চক্রান্ত চলছে? এমনটাই অভিযোগ করেছেন সে দেশের এক সিনিয়র ক্রিকেটার। তাঁর অভিযোগ, পাকিস্তান বিশ্বকাপ জিতুক সেটা নাকি চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ডই। বাবর আজ়মদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। ফলে এই সব বিষয়কে এড়িয়ে নিজেদের খেলায় বাবররা কতটা মনসংযোগ করতে পারে সেটাই দেখার।

আজ পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ

আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen