World Cup 2026 Draw: কবে, কোথায়, কীভাবে দেখবেন ৪৮ দলের ভাগ্য নির্ধারণের ম্যাচ?

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৪: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর অর্থাৎ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর (FIFA World Cup 2026) আনুষ্ঠানিক দামামা বাজতে চলেছে। ইতিহাসে এই প্রথমবার ৪৮টি দেশ নিয়ে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে চলা এই মহাযুদ্ধের প্রথম বড় পদক্ষেপ ‘গ্রুপ ড্র’ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর।

ফুটবলপ্রেমীদের নজর এখন এই ড্রয়ের দিকেই। কারণ, এখান থেকেই নির্ধারিত হবে মেসি-এমবাপেদের ভাগ্য, তৈরি হবে ‘গ্রুপ অফ ডেথ’, এবং চূড়ান্ত হবে দলগুলোর নকআউটের পথ।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার)। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ (John F. Kennedy Center for Performing Arts)।

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, এই অনুষ্ঠানটি দেখার জন্য ভোররাতে জাগতে হবে না।

আমেরিকার সময় (ET): দুপুর ১২টা।
ভারতীয় সময় (IST): রাত ১০টা ৩০ মিনিট।

অর্থাৎ, ভারতীয় দর্শকদের জন্য এটি একেবারে ‘প্রাইম টাইম’-এর বিনোদন হতে চলেছে।

ফিফা স্পষ্টভাবে জানিয়েছে যে, এবারের বিশ্বকাপের ড্র কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে না। তবে হতাশ হওয়ার কিছু নেই, প্রযুক্তির যুগে হাতের মুঠোয় থাকা ফোনেই দেখা যাবে সম্পূর্ণ অনুষ্ঠান।

কোথায় দেখবেন?: ফিফার অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম FIFA+ (ফিফা প্লাস) এবং FIFA YouTube Channel-এ।

খরচ: এই স্ট্রিমিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সাবস্ক্রিপশন ছাড়াই মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে দর্শকরা সরাসরি ড্র উপভোগ করতে পারবেন।

কেন এত গুরুত্বপূর্ণ এবারের ড্র?

অন্যান্য বারের চেয়ে ২০২৬ সালের বিশ্বকাপের ড্র অনেক বেশি জটিল এবং রোমাঞ্চকর। কারণ, ১. নতুন ফরম্যাট: এই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, ফলে ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়াই চলবে। ২. রণকৌশল নির্ধারণ: ড্র সম্পন্ন হলেই বোঝা যাবে কোন দল কার মুখোমুখি হবে। সেই অনুযায়ী দলগুলো তাদের প্রস্তুতি, বেস ক্যাম্প এবং ভেন্যু ম্যানেজমেন্ট সাজাতে পারবে। ৩. নকআউটের অঙ্ক: শক্তিশালী দলগুলো শুরুতেই একে অপরকে এড়াতে পারবে কি না, বা কোন গ্রুপ থেকে নকআউটে যাওয়া সহজ হবে- সব উত্তর মিলবে এই ড্রয়ের পরেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen