World Oceans Day 2023: জেনে নিন নীল সাগরের কিছু অজানা রহস্য
বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্র বিষয়ক আলোচনায় প্রাক্তন অধ্যাপক সুগত হাজরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ৮ জুন ‘বিশ্ব মহাসাগর দিবস’। ১৯৯২ সালে প্রথম উদযাপিত হয় এই দিনটি। সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো-তে সংঘটিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (UNCED) সম্মেলনে আন্তর্জাতিক মহাসাগর দিবস পালিত হয়। এরপর ২০০৮ সালে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই মহাসাগর দিবস উদযাপিত হয়। ২০২১ সালের আন্তর্জাতিক মহাসাগর দিবসের থিম হল – “Planet Ocean: Tides Are Changing.”
বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্র বিষয়ক আলোচনায় প্রাক্তন অধ্যাপক সুগত হাজরা। দেখুন ভিডিও
বিশ্ব মহাসাগর দিবস পালনের উদ্দেশ্য হল সমুদ্র এবং এর সম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। পৃথিবীর মোট ৭০ শতাংশেরও বেশি জায়গা জুড়ে রয়েছে মহাসাগর। নীল সাগরের অতল গভীরে রয়েছে কত অজানা রহস্য। তারই হদিস পেতে আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষণায় উঠে আসছে নিত্য নতুন তথ্য।
জেনে নিন মহাসাগর সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য
১) পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ প্রাণী প্রজাতি সমুদ্রের নীচে বাস করে।
২) জানা গিয়েছে, Mid-Ocean Ridge বা মধ্য-মহাসাগরীয় শৈলশিরা, পৃথিবীর বৃহত্তম পর্বতমালা। যা প্রায় ৬৫,০০০ কিলোমিটার-এর মত।
৩) ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পেসিস এর মতে, এখনও পর্যন্ত সমুদ্রের ২৪০,৪৭০-টিরও বেশি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
৪) জানা গিয়েছে, মহাসাগরগুলি পৃথিবীর প্রায় ৭০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। কারণ সমুদ্রের নীচে প্রচুর সামুদ্রিক প্রজাতি বাস করে এবং তারাই এই অক্সিজেন উৎপাদন করে।
৫) পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এতে ২৫ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে।
৬) জানা গিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ২০ মিলিয়ন টন জলের সঙ্গে তরল আকারে সোনা রয়েছে।